১৯৮০ সালের ফের অলিম্পিক্স হকিতে পদক জয় ভারতের। ছবি: রয়টার্স
ক্রিকেটে তিনটি বিশ্বকাপ জিতেছে ভারত। তার মধ্যে দুটোর অংশ ছিলেন গৌতম গম্ভীর। তবে ভারতের প্রাক্তন ওপেনারের মত ১৯৮৩, ২০০৭ (টি ২০ বিশ্বকাপ) এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ের থেকেও অনেক বড় টোকিয়ো অলিম্পিক্সে ভারতের হকিতে ব্রোঞ্জ জয়।
গম্ভীর টুইট করে লেখেন, ‘ভুলে যাও ১৯৮৩, ২০০৭, ২০১১। হকিতে এই পদক যে কোনও বিশ্বকাপের থেকে বড়।’ ভারতের দুটো বিশ্বকাপ জয়ের পিছনে বড় ভূমিকা ছিল গম্ভীরের। কিন্তু সেই জয়ের থেকে হকিতে ব্রোঞ্জ পদক জয়কে এগিয়ে রাখা অনেক সমর্থকই মেনে নিতে পারেননি।
Forget 1983, 2007 or 2011, this medal in Hockey is bigger than any World Cup! #IndianHockeyMyPride pic.twitter.com/UZjfPwFHJJ
— Gautam Gambhir (@GautamGambhir) August 5, 2021
কেউ লিখেছেন, ‘আপনি ২০০৭, ২০১১ সালের নায়ক ছিলেন, আপনি এই কথা বলছেন!’ কেউ লিখছেন, ‘স্যর এটা দেখে মনে হচ্ছে কোনও রাজনৈতিক নেতা লিখছে, কোনও খেলোয়াড় নয়।’ এক নেটাগরিক লেখেন, ‘এই বিশ্বে দু’ধরনের ক্রিকেটকেই তুলনা করা হয় না আর আপনি দুটো আলাদা খেলার মধ্যে তুলনা করছেন?’
Being the hero of 2007 and 2011 World Cup
— Shivani (@meme_ki_diwani) August 5, 2021
Still u are saying this .... Why!!!!!!!;
Sir, this looks more like a politician's tweet than a sportsperson's tweet. No need to demean other's achievement.
— Silly Point (@FarziCricketer) August 5, 2021
In a world where people don't even wanna compare different formats and eras Gambhir saab is comparing two different sports. Respect.
— Heisenberg (@internetumpire) August 5, 2021
This is too much now, that 1983 WC was a revolution for Indian Cricket, bigger than anything, the 2007 WC was the inaugural WC and India got crowned as the 1st ever champions, 2011 WC was a WC win after 28 years, meant alot.
— ηαмαη - ICT CSK (@Mr_unknown23_) August 5, 2021
Simply praise the hockey team without controversies.
এক নেটাগরিকের মতে, ‘১৯৮৩ সালের বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটকেই পাল্টে দিয়েছিল। ক্রিকেট সব থেকে বড়। ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপ। সে বারেই জিতে নেয় ভারত। ২০১১ সালে ২৮ বছর পর বিশ্বকাপ জয়। বিশাল ব্যাপার। কোনও বিতর্ক ছাড়া হকি দলের প্রশংসা করা উচিত।’
১৯৮০ সালের ফের অলিম্পিক্স হকিতে পদক জয় ভারতের। সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে দেশ জুড়ে। তার মাঝেই হকি দলের প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়ালেন গম্ভীর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy