দীপকের কোচ বহিষ্কৃত। ফাইল ছবি
বৃহস্পতিবার টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে গিয়েছেন দীপক পুনিয়া। শুক্রবার সকালে তাঁর বিদেশি কোচ মুরাদ গাইদারভকে বহিষ্কার করল ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি (আইওসি)। মুরাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক রেফারির গায়ে হাত তুলেছেন।
মুরাদের অলিম্পিক্স অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। তাঁকে গেমস ভিলেজ থেকে বার করে দেওয়া হয়েছে।
পুরুষদের কুস্তিতে ৮৬ কেজি বিভাগে ব্রোঞ্জ পকের ম্যাচে সান মারিনোর মাইলস আমিনের কাছে অল্পের জন্য হেরে যান দীপক। ম্যাচ শেষ হওয়ার পর মুরাদ রেফারিদের ঘরে চলে যান। ওই ম্যাচে যিনি রেফারি ছিলেন, তাঁর গায়ে হাত তোলেন।
That's how you finish in style! 😎
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 4, 2021
Second seed Deepak Punia gives #IND a semi-final entry in the men's 86kg freestyle wrestling! 🤼♂️#StrongerTogether | #Olympics | #Tokyo2020 | #BestOfTokyo pic.twitter.com/lb44bPOfsy
বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা ফিলা সঙ্গে সঙ্গে বিষয়টি আইওসি-কে জানায়। ভারতীয় কুস্তি সংস্থাকে শুনানিতে ডাকা হয়। তারা ক্ষমা চেয়ে নিলে তাদের সতর্ক করা হয়। ভারতের কাছে জানতে চাওয়া হয়, রাশিয়ার এই কোচের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত জানিয়ে দেয়, ওই কোচকে বরখাস্ত করা হয়েছে।
কোচ হিসেবে এরকম কাণ্ড মুরাদ আগেও ঘটিয়েছিলেন। শুধু তাই নয়, ২০০৪ সালের অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে হারের পর বিপক্ষের উপর চড়াও হয়েছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy