অলিম্পিক্স অভিযানের আগে ভারতীয় দলের উৎসাহ যোগাচ্ছেন বিরাট কোহলী। ছবি - টুইটার
সূর্যোদয়ের দেশে নতুন ভারতের উদয় হবে। এ বারের অলিম্পিক্সে ইতিহাস গড়বে ভারত। এই শুভেচ্ছা নিয়ে পি ভি সিন্ধু, মেরি কম-দের উজ্জীবিত করলেন বিরাট কোহলী, মিতালি রাজরা।
বিসিসিআই-এর টুইটারে সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে। ৪০ সেকেন্ডের এই ভিডিয়োর স্লোগান হল ‘চিয়ার ফর ইন্ডিয়া’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও বিসিসিআই-এর উদ্যোগে এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। গত ২৭ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু টোকিয়ো যাওয়া অ্যাথলিটদের উৎসাহিত করতে এই ‘চিয়ার ফর ইন্ডিয়া’ প্রচার শুরু করেছিলেন।
The BCCI proudly joins the Honourable Prime Minister of India Shri @narendramodi in extending our wholehearted support to the Team India Athletes @Tokyo2020
— BCCI (@BCCI) July 10, 2021
They have trained hard and are raring to go.
Let us get together and #Cheer4India | @JayShah | @IndiaSports pic.twitter.com/KDDr5wA28S
করোনা আতঙ্কের মধ্যেও এ বার টোকিয়োতে অলিম্পিক্সের আসর বসছে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে ক্রীড়া জগতের সবচেয়ে বড় প্রতিযোগিতা। চলবে ৮ অগস্ট পর্যন্ত। দেশের জার্সি গায়ে চাপিয়ে এ বার ১০০-র বেশি অ্যাথলিট অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন।
এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের সময় তেরঙ্গা পতাকা বয়ে নিয়ে যাবেন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন ও লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি কম। তাঁর সঙ্গে থাকবেন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy