৭৫ কেজি বিভাগে জিতলেন পূজা রানি। ছবি: রয়টার্স
লাভলিনা বরগোহাঁইয়ের পর আরও এক ভারতীয় বক্সার পৌঁছে গেলেন টোকিয়ো অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে। ৭৫ কেজি বিভাগে জিতলেন পূজা রানি। কোয়ার্টার ফাইনালে জিতলেই পদক নিশ্চিত দুই ভারতীয় বক্সারের।
বুধবার আলজেরিয়ার ইচরাক কাইবকে হারিয়ে দিলেন পূজা। খেলার ফল ৫-০। কোয়ার্টার ফাইনালে চিনের লি কিয়ানের বিরুদ্ধে খেলবেন পূজা। শনিবার সেই ম্যাচে মুখোমুখি হবেন দুই বক্সার।
এ বারের অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করা প্রথম খেলোয়াড় ছিলেন পূজা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী এই বক্সারের থেকে অলিম্পিক্সেও সোনার পদকের আশায় ভারত।
News Flash: #Boxing : Pooja Rani sails into QF (75kg) with comfortable 5:0 win over Algerian pugilist in 1st round.
— India_AllSports (@India_AllSports) July 28, 2021
✨ Pooja is now just one win away from an #Olympics medal. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/kwe2SNudxs
মঙ্গলবার জিতেছিলেন লাভলিনা। তাঁর লড়াই শুক্রবার। চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন চিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন মেরি কম। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলবেন তিনি।
অলিম্পিক্সে পদকের আশা দেখাচ্ছেন ভারতের মহিলা বক্সাররা। কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত। ভারতীয় বক্সাররা পদকের তালিকায় নিজেদের নাম তুলতে পারেন কি না সেই দিকেই থাকবে নজর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy