হারলেন পূজা ফাইল ছবি
শেষ রক্ষা হল না। চিনের লি কিয়াংয়ের কাছে কোয়ার্টার ফাইনালে ০-৫ পয়েন্টে হেরে গেলেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত একপেশে লড়াইয়ে হারলেন তিনি। তাঁর কাছ থেকে পদকের আশা করেছিল গোটা দেশ। তবে এ বারের মতো সেই আশা ভেঙে গেল।
বিশ্ব চ্যাম্পিয়ন এবং এশীয় চ্যাম্পিয়ন লি-র বিরুদ্ধে এমনিতেই কঠিন ছিল পূজার লড়াই। তবে শনিবার তাঁকে দেখে স্পষ্ট মনে হয়েছে আত্মবিশ্বাসের অভাব ছিল। প্রথম থেকেই লি-কে বড্ড বেশি খেলার সুযোগ করে দিয়েছেন তিনি। প্রতিপক্ষকে এক বারের জন্যেও সমস্যায় ফেলতে পারেননি পূজা।
লি-কে শুরু থেকেই অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। অবলীলায় পূজার মুখ এবং শরীর লক্ষ্য করে পাঞ্চ করেছেন। তার কোনও জবাব ছিল না পূজার কাছে। দুটি রাউন্ডের বিরতিতে পূজার উদ্দেশে বার বার তাঁর কোচ বলছিলেন লক্ষ্য স্থির রাখতে। কিন্তু শেষমেশ তাতে লাভ হল না। পদকজয়ের এক ধাপ দূরে থেমে যেতে হল পূজাকে। ভারতের ঘরেও আর একটি পদক আসার সম্ভাবনা শেষ হয়ে গেল।
#Boxing:
— India_AllSports (@India_AllSports) July 31, 2021
Pooja Rani goes down to former World Champion & reigning Olympic medalist Li Qian 0:5 (unanimous verdict) in QF (75 kg). It was completely one sided bout.
A win here would have ensured India a medal. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/R1kcaxHftH
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy