Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lovlina Borgohain

Lovlina Borgohain: ব্রোঞ্জেই কিন্তু সন্তুষ্ট থেকো না

কেন ব্রোঞ্জে সন্তুষ্ট থাকবে। ওকে তৈরি করে দেওয়ার বড় দায়িত্ব কোচ আর ফিজিয়োর।

লাভলিনা বরগোহাঁইকে

লাভলিনা বরগোহাঁইকে

বিজেন্দ্র সিংহ
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ০৮:৩২
Share: Save:

জানতাম মেয়েটা অন্য ধাতুর। অলিম্পিক্স পদক দিব্যি জিততে পারে। লিখেওছিলাম। লাভলিনা বরগোহাঁইকে নিয়ে এখন গর্বের শেষ নেই। উচ্চতা কাজে লাগিয়ে সরাসরি ঘুসি চালিয়ে, যে ভাবে চেন নিয়েনকে উড়িয়ে দিল, তার জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়।

লাভলিনার মুখটা নির্লিপ্ত গোছের। কারও সাধ্য নেই, মনের কথা পড়ে ফেলবে। চেনও নিশ্চয়ই বোঝেনি, কী ভাবে ধেয়ে আসবে ঘুসির ঝড়। আর অসমের এই বক্সার কী দ্রুত যে ভুল থেকে শেখে! প্রি-কোয়ার্টারে নাদিন আপেতজ়ের বিরুদ্ধে আক্রমণে তাড়াহুড়ো করছিল। চেনের সঙ্গে যেটা আদৌ করেনি। মানছি, সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ় সুরমেনেলি কঠিন ঠাঁই। বিশ্বচ্যাম্পিয়ন বলে কথা। তবু মন বলছে, ঠিকঠাক বিশ্রাম নিয়ে মেয়েটা তৈরি হয়েই নামবে।

লাভলিনার পাখির চোখ ফাইনাল হওয়া উচিত। কেন ব্রোঞ্জে সন্তুষ্ট থাকবে। ওকে তৈরি করে দেওয়ার বড় দায়িত্ব কোচ আর ফিজিয়োর। ভারতে অলিম্পিক্স বক্সিংয়ে পদকজয়ীদের ক্লাবটা ছোট। আমি শুরু করেছিলাম। পরে এল মেরি কম। এ বার লাভলিনাকে স্বাগত জানানোর সময়। তবে বক্সিং থেকে অমিত পঙ্ঘাল পদক আনলেও অবাক হব না। কোয়ার্টার ফাইনালে জিততে পারে পূজা রানিও।

খারাপ লাগছে মেরির জন্য। তবে ও বলেছে, বিচারকদের সিদ্ধান্তটা নাকি জানতেই পারেনি! সেটা শুনে বেশ অবাক হয়েছি। যাই হোক, মেরির যোগ্যতা নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারবে না। (টিসিএম)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE