রানি এবং গুরজিৎ ছবি পিটিআই
যা কোনওদিন ভাবা যায়নি, তাই সম্ভব করে দেখিয়েছে ভারতের মহিলা হকি দল। তিন বারের সোনাজয়ী এবং বিশ্ব ক্রমতালিকায় দু’নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা।
জয়ের পর তাই আনন্দে ভাসছেন অধিনায়ক রানি রামপাল। শুধু তিনিই নন, গোটা দলের কথাবার্তায় বার বার ঘুরে ফিরে এল পরিবারের কথা। কী ভাবে কঠিন সময়ে গোটা দল এক হয়ে সমস্ত বাধা অতিক্রম করেছে, তাই ধরা পড়ল খেলোয়াড়দের গলায়।
রানি বলেছেন, “আমার মতে, এটাই সাম্প্রতিককালে ভারতীয় হকির সব থেকে বড় মুহূর্ত। মহিলা এবং পুরুষ দুটো দলই সেমিফাইনালে উঠেছে। আমার দল নিয়ে আমি খুবই খুশি। আমরা একটা পরিবারের মতো। নিজেরাই নিজেদের বলেছিলাম সেরাটা দিতে হবে। সেটাই করেছি।”
Just raw, sheer emotions. 🥺❤️
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 2, 2021
This celebration of the #IND women’s hockey team after defeating world no. 2 #AUS had us all go through a rollercoaster of emotions! 👏🔥
Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | #Hockey pic.twitter.com/cZvyFWaXFy
ভারতের একমাত্র গোল এসেছে গুরজিৎ কৌরের পেনাল্টি কর্নার থেকে। ম্যাচের পর তিনিও আবেগে ভাসছেন। বলেছেন, “খুব খুশি জয় পেয়ে। প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছিলাম। সবাই এক হয়ে পারফর্ম করেছি। যাঁরা আমাদের সমর্থন করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।”
গুরজিতের সংযোজন, “এই দলটা একটা পরিবারের মতো। কোচিং স্টাফরাও তাই। গোটা দেশ আমাদের সমর্থন করছে। প্রত্যেকে আমাদের জন্য প্রার্থনা করছে। এর থেকে ভাল মুহূর্ত আর হতে পারে না।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy