ইংল্যান্ডের বিরুদ্ধে আজই টি-টোয়েন্টি সিরিজ় জিতে যেতে পারে ভারত। প্রথম দু’টি ম্যাচে জিতে সূর্যকুমার যাদবের দল পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ ফলে এগিয়ে গিয়েছে। আজ রাজকোটে খেলা।
আইএসএলে সোমবার বেঙ্গালুরুর সঙ্গে খেলল মোহনবাগান। দলের পারফম্যান্স নিয়ে কী বলছেন কোচ হোসে মোলিনা? থাকছে সবুজ-মেরুনের সব খবর। রয়েছে জামশেদপুর-পঞ্জাব গুরুত্বপূর্ণ ম্যাচ, মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-স্কটল্যান্ড ম্যাচ।
ভারত বনাম ইংল্যান্ড টি২০ ম্যাচ, আজই সিরিজ় সূর্যদের?
আজ ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। কলকাতা, চেন্নাইয়ে জিতে সিরিজ়ে ২-০ এগিয়ে ভারত। আজ রাজকোটে জিতলে পাঁচ ম্যাচের সিরিজ় জিতে নেবে সূর্যকুমার যাদবের দল। খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলল মোহনবাগান, কেমন হল কামিংসদের খেলা? সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে ১৮ নম্বর ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। কেমন হল বেঙ্গালুরুর বিরুদ্ধে সবুজ-মেরুনের পারফম্যান্স? সোমবার ম্যাচের পর কী বলছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা? সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে কেমন হল জেসন কামিংসদের পারফরম্যান্স? থাকছে সব খবর।
আইএসএলে জামশেদপুরের গুরুত্বপূর্ণ ম্যাচ, বিপক্ষে পঞ্জাব
আইএসএলে আজ পঞ্জাব বনাম জামশেদপুর ম্যাচ। লিগ জয়ের দৌড়ে থাকা দলগুলির কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট হবে জামশেদপুরের। পয়েন্টের ব্যবধান কমবে মোহনবাগান, বেঙ্গালুরু ও গোয়ার সঙ্গে। আগের ম্যাচে হায়দরাবাদের কাছে হারতে হয়েছে জামশেদপুরকে। তার আগের ম্যাচে মোহনবাগানের সঙ্গে ড্র করেছিল জামশেদপুর। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং হটস্টার অ্যাপে।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে ভারত বনাম স্কটল্যান্ড
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। শুক্রবার সেমিফাইনাল ম্যাচ। তার আগে আজ সুপার সিক্স পর্বে ভারতের শেষ ম্যাচ। বিপক্ষে স্কটল্যান্ড। খেলা দুপুর ১২টা থেকে। খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।