চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের সামনে নিউ জ়িল্যান্ড। দু’টি দলই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তবু দুই দলই সেমিফাইনালে নামার আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইবে। দুই দলের সব খবর।
লিগ-শিল্ড জেতার পর পরশু প্রথম নামছে মোহনবাগান। দিমিত্রি পোত্রাতোসদের সামনে মুম্বই এফসি। এই ম্যাচে নামার আগে কী বলছেন কোচ হোসে মোলিনা? রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ, রঞ্জি ট্রফির ফাইনাল, আইএসএলে পঞ্জাব-গোয়া ম্যাচ।
নিয়মরক্ষার ম্যাচেরও গুরুত্ব রোহিতদের কাছে, সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ নিয়মরক্ষার। কারণ দু’টি দলই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তবু এই ম্যাচের গুরুত্ব রয়েছে। দুই দলই সেমিফাইনালে নামার আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইবে। রবিবারের ম্যাচের আগে দুই দলের সব খবর।
লিগ-শিল্ড জেতার পর প্রথম খেলবে মোহনবাগান, পরশুর ম্যাচের আগে কী বলছেন কোচ?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে পরশু খেলবে মোহনবাগান। লিগ-শিল্ড জেতার পর এই প্রথম নামছে সবুজ-মেরুন। দিমিত্রি পোত্রাতোসদের সামনে মুম্বই এফসি। তাঁদের এটি অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচে নামার আগে কী বলছেন কোচ হোসে মোলিনা? থাকছে মোহনবাগানের সব খবর।
মুখরক্ষার ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়াই বাংলাদেশের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। দুই দলের কাছেই এই ম্যাচ মুখরক্ষার। দু’টি দলই নিজেদের প্রথম দু’টি ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আজ কারা জিতে প্রতিযোগিতা শেষ করবে? খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
রঞ্জি ট্রফির ফাইনাল, ভারতসেরা কারা? দ্বিতীয় দিনের খেলার খবর
চলছে রঞ্জি ট্রফির ফাইনাল। ভারতসেরা ক্রিকেট দল হওয়ার লড়াইয়ে মুখোমুখি কেরল ও বিদর্ভ। আজ দ্বিতীয় দিনের খেলা। সকাল ৯:৩০ থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
আইএসএলে একটিই খেলা, লড়াই পঞ্জাব এবং গোয়ার
আইএসএলে আজ রয়েছে গোয়ার খেলা। গোয়াকে পিছনে ফেলেই গত রবিবার লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে গোয়ার সামনে পঞ্জাব। দিল্লিতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।