ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ শেষ। তৃতীয় ম্যাচ মঙ্গলবার। চোটে জর্জরিত ভারত। সেই ম্যাচের আগে কী ভাবে প্রস্তুতি সারছে সূর্যকুমার যাদবের দল? দুই শিবিরের সব খবর।
সোমবার আইএসএলে মোহনবাগানের খেলা। যুবভারতীতে প্রতিপক্ষ বেঙ্গালুরু। শেষ দু’টি অ্যাওয়ে ম্যাচে ড্র করে চার পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন। আগামী কালের ম্যাচের আগে কী বলছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা? রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনাল। জানা যাবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব কার হাতে উঠবে? রয়েছে আইএসএলে মহমেডানের খেলা, ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ।
চোটে জর্জরিত ভারত, রাজকোট ম্যাচের আগে প্রস্তুতির সব খবর
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ শেষ। তৃতীয় ম্যাচ মঙ্গলবার। কলকাতা, চেন্নাইয়ের পর এ বার খেলা রাজকোটে। চোটে জর্জরিত ভারত। সেই ম্যাচের আগে কী ভাবে প্রস্তুতি সারছে সূর্যকুমার যাদব এবং জস বাটলারের দল? দুই শিবিরের সব খবর।
শেষ দু’টি ম্যাচে ড্র মোহনবাগানের, যুবভারতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে কী বলছেন কোচ?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সোমবার আইএসএলে রয়েছে মোহনবাগানের খেলা। এ বার যুবভারতীতে প্রতিপক্ষ বেঙ্গালুরু। শেষ দু’টি অ্যাওয়ে ম্যাচে ড্র করে মোট চার পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন। তবে এখনও তারা পয়েন্ট তালিকায় শীর্ষে। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। অন্য দিকে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু শেষ চার ম্যাচের তিনটিতে হেরে লিগ জয়ের দৌড়ে পিছিয়ে পড়েছে। তাদের ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট। আগামী কালের ম্যাচের আগে কী বলছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা?
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কার? অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। মুখোমুখি শীর্ষ বাছাই জানিক সিনার ও দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কার হাতে উঠবে? পুরুষদের সিঙ্গলসের ফাইনাল শুরু দুপুর ২টোয়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
চার ম্যাচে অপরাজিত মহমেডান, মু্ম্বইয়ের বিরুদ্ধে কী করবে তারা?
আইএসএলে আজ মহমেডানের খেলা। আর্থিক বিষয় নিয়ে ডামাডোলের মধ্যে থাকা মহমেডান শেষ চার ম্যাচে অপরাজিত। আজ অ্যাওয়ে ম্যাচে মহমেডানের সামনে মুম্বই। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চারটি ম্যাচ, খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চারটি ম্যাচ। রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা। তাদের সামনে ফুলহ্যাম। খেলা রাত ১২:৩০ থেকে। সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে টটেনহ্যাম-লেস্টার সিটি এবং ক্রিস্টাল প্যালেস-ব্রেন্টফোর্ড ম্যাচ। রাত ১০টা থেকে রয়েছে ওয়েস্টহ্যাম-অ্যাস্টন ভিলা খেলা। টেলিভিশনে সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে বার্সেলোনার খেলা
স্প্যানিশ লিগে আজ বার্সেলোনার খেলা। বিপক্ষে ভ্যালেন্সিয়া। খেলা রাত ১:৩০ থেকে। এ ছাড়াও আজ রয়েছে আরও তিনটি ম্যাচ। সন্ধ্যা ৬:৩০ থেকে রায়ো ভালেকানো-জিরোনা ম্যাচ। রাত ৮:৪৫ থেকে রিয়াল সোসাইদাদ-গেটাফে খেলা। অ্যাথলেটিক ক্লাব-লেগানেস ম্যাচ রাত ১১টা থেকে।