চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। জিতে প্রতিযোগিতা শুরু করেছে রোহিত শর্মার দল। পাকিস্তান প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে। রবিবারের ম্যাচের আগে দুই দলের সব খবর।
আইএসএলে গোয়া-কেরালা ব্লাস্টার্স ম্যাচ। এই ম্যাচে গোয়া হারলে আজই লিগ-শিল্ড জিতে নেবে মোহনবাগান। রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। আজ হারলেই প্রথম ছয়ে থাকার আশা শেষ হয়ে যাবে লাল-হলুদের। রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লা লিগার খেলা।
রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ, দুই শিবিরের সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল রবিবার মহারণ। মুখোমুখি ভারত ও পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতে প্রতিযোগিতা শুরু করেছে রোহিত শর্মার দল। অন্য দিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে। রবিবারের ম্যাচে সব দিক থেকে এগিয়ে ভারত। রবিবারের ম্যাচের আগে দুই দলের সব খবর।
আজই আইএসএলের লিগ-শিল্ড জিতে নিতে পারে মোহনবাগান, গোয়া হারলেই বাগানের লক্ষ্যপূরণ

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে আজই লিগ-শিল্ড জিতে নিতে পারে মোহনবাগান। আজ কেরালা ব্লাস্টার্সের কাছে গোয়া হারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে সবুজ-মেরুন। কারণ, তখন ২১ ম্যাচে ৩৯ পয়েন্টে থাকবে গোয়া। মোহনবাগানের ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট। অর্থাৎ গোয়া বাকি তিনটি ম্যাচে জিতলেও মোহনবাগানকে আর ছুঁতে পারবে না। গোয়া যদি আজ পয়েন্ট পায়, তা হলে মোহনবাগান রবিবার যুবভারতীতে ওড়িশাকে হারালেই লিগ-শিল্ড জিতে নেবে। আজ গোয়া-কেরল ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
প্রথম ছয়ে থাকবে ইস্টবেঙ্গল? হারলেই আশা শেষ ক্লেটনদের
আজ ২১ নম্বর ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে পঞ্জাব। প্রথম ছয়ে ওঠার ক্ষেত্রে এটি লাল-হলুদের মরণ-বাঁচন ম্যাচ। হারলেই প্রথম ছয়ের আশা শেষ হয়ে যাবে ইস্টবেঙ্গলের। দিল্লিতে খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ম্যাচ, মুখোমুখি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বি গ্রুপের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। লাহোরে খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচ, খেলবে চেলসি, আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সাতটি ম্যাচ। রয়েছে চেলসি, আর্সেনালের খেলা। আর্সেনাল মুখোমুখি ওয়েস্টহ্যামের, খেলা রাত ৮:৩০ থেকে। একই সময়ে রয়েছে বোর্নমাউথ-উলভস, ইপসউইচ টাউন-টটেনহ্যাম, সাদাম্পটন-ব্রাইটন এবং ফুলহ্যাম-ক্রিস্টাল প্যালেস ম্যাচ। চেলসির সামনে অ্যাস্টন ভিলা। এই ম্যাচ রাত ১১টা থেকে। সবার আগে সন্ধ্যা ৬টা থেকে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এভার্টন ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
লা লিগায় চার ম্যাচ, রয়েছে বার্সেলোনা, অ্যাটলেটিকোর খেলা
স্প্যানিশ লিগে আজ চারটি খেলা। রয়েছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ। লিগ শীর্ষে থাকা বার্সা খেলবে লাস পামাসের সঙ্গে। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সামনে ভ্যালেন্সিয়া। ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। সমসংখ্যক ম্যাচে ৫০ পয়েন্টে রয়েছে অ্যাটলেটিকো। দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। বার্সার মতো রিয়ালেরও ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট। গোলপার্থক্যে অনেকটাই এগিয়ে বার্সা। আজ বার্সার ম্যাচ রাত ১:৩০ থেকে। অ্যাটলেটিকোর ম্যাচ রাত ১১টায়। এ ছাড়াও সন্ধ্যা ৬:৩০ থেকে রয়েছে আলাভেস-এসপানিয়ল ম্যাচ। রাত ৮:৪৫ থেকে রায়ো ভালেকানো-ভিয়া রিয়াল ম্যাচ।