লিগ-শিল্ড জয়ের দোরগোড়ায় সবুজ-মেরুন। শনিবার কেমন হল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পারফরম্যান্স? কী বলছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা? আইএসএলে আজ রয়েছে ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ। থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ।
শনিবার কেমন খেলল বাগান? সবুজ-মেরুনের সব খবর
আইএসএলে ২১তম ম্যাচ খেলে ফেলল। লিগ-শিল্ড জয়ের দোরগোড়ায় সবুজ-মেরুন। শনিবার কেমন হল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পারফরম্যান্স? কী বলছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা?
আজ আবার কলকাতা ডার্বি, যুবভারতীতে লড়াইয়ে নামবে ইস্টবেঙ্গল ও মহমেডান

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে আজ আবার কলকাতা ডার্বি। যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মহমেডান। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট লাল-হলুদের। তারা ১১ নম্বরে রয়েছে। মহমেডান সবার শেষে রয়েছে। তাদের ১৯ ম্যাচে ১১ পয়েন্ট। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ,থাকছে আট দলের খবরও
বুধবার থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। চার দিন আগে কোন জায়গায় রয়েছে আটটি দল? আজ রয়েছে একটি প্রস্তুতি ম্যাচ। মুখোমুখি নিউ জ়িল্যান্ড ও আফগানিস্তান। পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ়ে শুক্রবার চ্যাম্পিয়ন হয়েছে কিউয়িরা। তাদের প্রস্তুতি ম্যাচ শুরু দুপুর ২:৩০ থেকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে জোড়া ম্যাচ, খেলবে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ দু’টি ম্যাচ। খেলবে দুই বড় দল লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিভারপুলের সামনে উলভস। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে টটেনহ্যামের সঙ্গে। এই ম্যাচ রাত ১০টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।