Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Today’s Sports Events

বিনেশ ফোগাটের ওজন-বিতর্ক কোন দিকে? সোনার লড়াই নীরজের, ব্রোঞ্জের লক্ষ্যে হরমনপ্রীতেরা

বিনেশ ফোগাটের ওজন-বিতর্ক কোন দিকে? অলিম্পিক্সে সোনা জেতার লক্ষ্যে নামছেন নীরজ চোপড়া। হকিতে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে ভারত। ডুরান্ডে মোহনবাগানের খেলা।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৬:৪৬
Share: Save:

বিনেশ ফোগাটের ওজন-বিতর্কে তোলপাড় অলিম্পিক্স। শরীরের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় অলিম্পিক্সে সোনার পদক জয়ের ম্যাচে নামতে দেওয়া হয়নি তাঁকে। এই বিতর্ক আজ কোন দিকে মোড় নেবে? সব খবর।

পর পর দু’বার অলিম্পিক্সে সোনা জেতার লক্ষ্যে আজ নামছেন নীরজ চোপড়া। তিনি কি ইতিহাস তৈরি করতে পারবেন? তিন বছর পর হকিতে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামছে ভারত। খেলতে হবে স্পেনের বিরুদ্ধে। কুস্তিতে নামছেন আমন শেরাওয়াত, অংশু মালিক। ডুরান্ড কাপে রয়েছে মোহনবাগানের খেলা। এটি সবুজ-মেরুনের দ্বিতীয় ম্যাচ। এ বার মোহনবাগানের সামনে ইন্ডিয়ান এয়ার ফোর্স।

অলিম্পিক্সে বিনেশ ফোগাটের ওজন বিতর্ক, সব খবর

অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন ভেঙে খানখান হয়ে গিয়েছে বিনেশ ফোগাটের। শরীরের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় অলিম্পিক্সের ফাইনালে নামতে দেওয়া হয়নি ভারতীয় কুস্তিগিরকে। এই বিতর্কের সব খবর।

আজ নীরজ চোপড়ার সোনার লড়াই, জ্যাভলিনের ফাইনালে নামছেন গত বারের সোনাজয়ী

গ্রাফিক: সনৎ সিংহ।

পর পর দু’বার অলিম্পিক্সে সোনা জেতার লক্ষ্যে আজ নামছেন নীরজ চোপড়া। তিনি কি ইতিহাস তৈরি করতে পারবেন? নীরজ ছাড়া অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে ভারতীয়দের মধ্যে সোনা আছে শুধু অভিনব বিন্দ্রার। নীরজ এ বারও জ্যাভলিনে চ্যাম্পিয়ন হলে কি ভারতের সর্বকালের সেরা অলিম্পিয়ান হয়ে যাবেন? নীরজের ফাইনাল রাত ১১:৫৫ থেকে।

তিন বছর পর হকিতে ব্রোঞ্জ পাবে ভারত?

টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর এ বার প্যারিসেও ব্রোঞ্জের লড়াইয়ে রয়েছে ভারতের হকি দল। খেলতে হবে স্পেনের বিরুদ্ধে। সেমিফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছেন হরমনপ্রীত সিংহেরা। ফলে সোনা-রুপোর লড়াইয়ে নেই ভারত। ব্রোঞ্জ পদকের ম্যাচ বিকেল ৫:৩০ থেকে। এ ছাড়াও ভারত নামছে কুস্তি, গল্ফে।

কুস্তি

আমন শেরাওয়াত, পুরুষদের ৫৭ কেজি (প্রি-কোয়ার্টার ফাইনাল, বিকেল ৩টে), কোয়ার্টার ফাইনাল (বিকেল ৪:২০), সেমিফাইনাল (রাত ৯:৪৫)

অংশু মালিক, মহিলাদের ৫৭ কেজি (প্রি-কোয়ার্টার ফাইনাল, বিকেল ৩টে), কোয়ার্টার ফাইনাল (বিকেল ৪:২০), সেমিফাইনাল (রাত ৯:৪৫)

গল্ফ

অদিতি অশোক, দীক্ষা দাগার (দুপুর ১২:৩০)

ডুরান্ড কাপে রয়েছে মোহনবাগানের খেলা

আজ ডুরান্ড কাপে রয়েছে মোহনবাগানের খেলা। এটি সবুজ-মেরুনের দ্বিতীয় ম্যাচ। এ বার মোহনবাগানের সামনে ইন্ডিয়ান এয়ার ফোর্স। প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজকে ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। আজ যুবভারতীতে খেলা বিকেল ৪টে থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE