Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Today’s Sports Events

অলিম্পিক্সে সোনার দৌড়ে বিনেশ, রোহিতদের সিরিজ় বাঁচানোর ম্যাচ, ডুরান্ডে ইস্টবেঙ্গল

অলিম্পিক্সে সোনার লড়াইয়ে বিনেশ ফোগট। আসতে পারে আরও দু’টি পদক। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় বাঁচাতে নামছেন রোহিতেরা। ডুরান্ড কাপে আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৪ ০৬:৪৫
Share: Save:

অলিম্পিক্সে আজ সোনা জয়ের দোরগোড়ায় বিনেশ ফোগট। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন এই কুস্তিগির। জিতলে ইতিহাস তৈরি করবে ভারতীয় কুস্তি।

চলছে ক্রিকেটও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সিরিজ় বাঁচানোর ম্যাচ। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে আজ শেষ ম্যাচে জিততে না পারলে সিরিজ়ে হারতে হবে রোহিত শর্মার ভারতকে।

অলিম্পিক্সে বিনেশ ছাড়াও আজ জোড়া পদকের আশায় দেশ। একটি ভারোত্তোলনে, অন্যটি অ্যাথলেটিক্সে। ভারোত্তোলনে ভারতের আশা মীরাবাই চানু। ৩০০০ মিটার স্টিপলচেজ়ের ফাইনালে নামবেন অবিনাশ সাবলে। এ ছাড়াও আছে টেবিল টেনিস এবং কুস্তিতে শেষ চারে যাওয়ার লড়াই।

ডুরান্ড কাপে আজ দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে ডাউনটাউন হিরোজ়।

সোনার লক্ষ্যে নামছেন ‘বিদ্রোহী’ বিনেশ ফোগট

অলিম্পিক্সে কুস্তির ফাইনালে বিনেশ ফোগট। রুপো নিশ্চিত। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে আজ জিতলেই এ বারের অলিম্পিক্সে ভারতের ঘরে আসবে প্রথম সোনা। অলিম্পিক্সের আগে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সাক্ষী মালিকেরা। সেই বিদ্রোহের অন্যতম মুখ ছিলেন বিনেশ। সেখান থেকে অলিম্পিক্স সোনা জয়ের দোরগোড়ায়। আজ বিনেশের ফাইনাল রাত ১১:২৩। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

জোড়া পদকের আশায় ভারত, জিততে পারবেন কি মীরাবাই চানু, অবিনাশ সাবলে?

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ জোড়া পদক আসতে পারে দেশে। একটি ভারোত্তোলনে, অন্যটি অ্যাথলেটিক্সে। ভারোত্তোলনে ভারতের আশা মীরাবাই চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে তিনি নামবেন রাত ১১টায়। এ ছাড়াও রয়েছে ৩০০০ মিটার স্টিপলচেজ় ফাইনাল। চূড়ান্ত পর্বে উঠেছেন অবিনাশ সাবলে। তাঁর ফাইনাল রাত ১:১৩ থেকে। সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে। অ্যাথলেটিক্সে আরও কয়েকটি ইভেন্ট রয়েছে।

জ্যোতি ইয়ারাজ্জি, ১০০ মিটার হার্ডলস (দুপুর ১:৪৫)

প্রিয়াঙ্কা গোস্বামী, সুরজ পানওয়ার, ম্যারাথন রেস ওয়াকিং মিক্সড রিলে (সকাল ১১টা)

সর্বেশ কুশারে, হাইজাম্পের যোগ্যতা অর্জন পর্ব (দুপুর ১:৩৫)

আব্দুল্লা আবুবাকের, প্রবীণ চিত্রাভেল, ট্রিপল জাম্প যোগ্যতা অর্জন পর্ব (রত ১০:৪৫)

অনু রানি, জ্যাভলিন যোগ্যতা অর্জন পর্ব (দুপুর ১:৫৫)

সিরিজ় বাঁচানোর লড়াইয়ে নামছে রোহিতের ভারত

আজ ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় এক দিনের ম্যাচ। প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারত। ফলে আজ তিন ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচে জিততে না পারলে সিরিজ়ে হারতে হবে রোহিত শর্মার ভারতকে। এই ম্যাচ সোনি টিভিতে দুপুর ২:৩০ থেকে। জিয়ো সিনেমা অ্যাপেও হবে সম্প্রচার।

ডুরান্ডে আজই শেষ আটে যাওয়ার লক্ষ্যে লাল-হলুদ

ডুরান্ড কাপে আজ দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে ডাউনটাউন হিরোজ়। প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৩-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে লাল-হলুদ। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

টেবিল টেনিস, কুস্তিতে শেষ চারে ওঠার লড়াই

অলিম্পিক্সের টেবিল টেনিসে মহিলাদের দলগত বিভাগে আজ মণিকা বাত্রা, সৃজা আকুলা, অর্চনা কামাথদের খেলা। মহিলাদের দলগত কোয়ার্টার ফাইনালে খেলবেন তাঁরা। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। কুস্তিতে নামবেন অন্তিম পঙ্ঘাল। মহিলাদের ৫৩ কেজি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুপুর ২:৩০ থেকে। জিতলে কোয়ার্টার ফাইনাল খেলবেন বিকেল ৩টে থেকে। সেই ম্যাচ জিতলে পঙ্ঘালের সেমিফাইনাল ম্যাচ রাত ১০:২৫ থেকে। আজ শুরু হচ্ছে মহিলাদের গল্ফ। ভারতের অদিতি অশোক, দীক্ষা দাগারের ইভেন্ট শুরু দুপুর ১২:৩০ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE