কাল ভারত বনাম ইংল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া সফর এবং রঞ্জি ট্রফিতে ব্যর্থতার পর এই ম্যাচে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সবার নজর থাকবে এই দু’জনের দিকে। থাকছে ভারতীয় দলের সব খবর।
আজ আইএসএলে নামছে মোহনবাগান। যুবভারতীতে প্রতিপক্ষ পঞ্জাব। এই ম্যাচে এক পয়েন্ট পেলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে সবুজ-মেরুনের। তবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বাগানের লক্ষ্য অবশ্যই তিন পয়েন্ট। থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনাল।
রানে ফিরতে কী ভাবে তৈরি হচ্ছেন রোহিত, কোহলি?
কাল শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড এক দিনের সিরিজ়। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ নাগপুরে। অস্ট্রেলিয়া সফর এবং রঞ্জি ট্রফিতে ব্যর্থতার পর এই ম্যাচে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সবার নজর থাকবে এই দু’জনের দিকে। ভারতীয় দলের সব খবর।
আইএসএলে প্লে-অফ নিশ্চিত করতে নামছে মোহনবাগান, দরকার পঞ্জাবের সঙ্গে ড্র

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আজ আইএসএলে নামছে মোহনবাগান। যুবভারতীতে মোহনবাগানের প্রতিপক্ষ পঞ্জাব। এই ম্যাচে এক পয়েন্ট পেলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে সবুজ-মেরুনের। তবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বাগানের লক্ষ্য অবশ্যই তিন পয়েন্ট তুলে নেওয়া। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। দ্বিতীয় স্থানে জামশেদপুর। তাদের ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গোয়া। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি দু’সপ্তাহ, সব দলের খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর দু’সপ্তাহ বাকি। তার আগে এক দিনের সিরিজ় খেলবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আলাদা করে প্রস্তুতির সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ও আফগানিস্তান। কী ভাবে তৈরি হচ্ছে সব দল? চ্যাম্পিয়ন্স ট্রফির সব খবর।
কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনালে রিয়ালের খেলা
আজ স্প্যানিশ ফুটবলে কোপা ডেল রে-র দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লেগানেস। স্প্যানিশ লিগে শেষ ম্যাচে হেরে ধাক্কা খেয়েছে রিয়াল। তবে তারাই এখন শীর্ষে। লেগানেস সেখানে অনেক পিছনে রয়েছে। এই ম্যাচে রিয়ালই ফেবারিট। আজ খেলা শুরু রাত ১:৩০ থেকে।