Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Today’s Sports Events

ভারতের ক্রিকেট ম্যাচ, অলিম্পিক্সে লক্ষ্যের সেমিফাইনাল, ১০০ মিটারের ফাইনাল, খেলার আর কী কী

অলিম্পিক্সে ফাইনালে ওঠার লড়াইয়ে লক্ষ্য। হকির কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় এক দিনের ম্যাচ। অলিম্পিক্সে ১০০ মিটার ফাইনাল আজ। টেনিসের ফাইনালে জোকোভিচ-আলকারাজ়।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ০৬:৪৬
Share: Save:

অলিম্পিক্সে আজ পদক নিশ্চিত করার লড়াইয়ে নামছেন লক্ষ্য সেন। জিতলেই ফাইনালে উঠে যাবেন। সোনা বা রুপো নিশ্চিত। শেষ চারে কঠিন লড়াই। খেলতে হবে বিশ্বের দু’নম্বর ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে। হকির কোয়ার্টার ফাইনালে হরমনপ্রীত সিংহের ভারত। খেলতে হবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। শুটিংয়েও রয়েছে পদকের আশা। বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে নামছেন লভনিলা বরগোহাঁই।

আজ ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় এক দিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টাই হয়েছে। আজ যারা জিতবে, তাদের আর সিরিজ হারার ভয় থাকবে না।

অলিম্পিক্সে পুরুষদের ১০০ মিটার ফাইনাল আজ। এগিয়ে জামাইকার কিশানে থমসন। রয়েছেন আমেরিকার নোয়া লাইলসও। টেনিসের ফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ়।

অলিম্পিক্স ফাইনালে উঠতে পারবেন লক্ষ্য?

ব্যাডমিন্টনে আজ সেমিফাইনাল খেলতে নামছে লক্ষ্য সেন। অলিম্পিক্সে প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে শেষ চারে উঠে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন লক্ষ্য। সেই ইতিহাস এগিয়ে নিয়ে যাওয়ার পালা আজ। র‌্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা লক্ষ্যের সামনে কঠিন লড়াই। খেলতে হবে বিশ্বের দু’নম্বর ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে। সেমিফাইনাল ম্যাচ দুপুর ৩:৩০ থেকে।

প্রথম ম্যাচ টাই, আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় এক দিনের ম্যাচ

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় এক দিনের ম্যাচ। প্রথম ম্যাচে টাই হয়েছে। আজ কি জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যেতে পারবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা? খেলা শুরু দুপুর ২:৩০ থেকে।

হকিতে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারত

আজ শুরু হকির নক-আউট পর্ব। কোয়ার্টার ফাইনালে হরমনপ্রীত সিংহের ভারত। খেলতে হবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। দীর্ঘ ৫২ বছর পর অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারত। কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুপুর ১:৩০ থেকে।

শুটিংয়ে চতুর্থ পদক জয়ের লক্ষ্যে ভারত

এ বারের অলিম্পিক্সে শুটিংয়ের জয়জয়কার। ইতিমধ্যেই তিনটি পদক জিতে নিয়েছে ভারত। আজ চতুর্থ পদকের হাতছানি। রবিবার স্কিট ইভেন্ট থেকে আসতে পারে পদক। মাহেশ্বরী চৌহান এবং রাইজা ধিলোঁর যোগ্যতা অর্জন পর্ব দুপুর ১টা থেকে। যোগ্যতা অর্জন করতে পারলে ফাইনাল সন্ধ্যা ৭টায়। শুটিংয়ে এ ছাড়াও ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল যোগ্যতা অর্জন পর্বে নামবেন অনীশ ভানওয়ালা, বিজয়বীর সিধু। তাঁদের ইভেন্ট দুপুর ১২:৩০, বিকেল ৪:৩০-এ। এ ছাড়াও অলিম্পিক্সে আজ ভারতীয়দের একাধিক ইভেন্ট।

বক্সিং

লভলিনা বরগোহাঁই বনাম লি কিয়ান, কোয়ার্টার ফাইনাল (বিকেল ৩:০২)

লং জাম্প

জেসউইন অলড্রিন, যোগ্যতা অর্জন পর্ব (দুপুর ২:৩০)

গল্ফ

শু‌ভঙ্কর শর্মা, গগনজিৎ ভাল্লার (দুপুর ১২:৩০)

সেলিং

বিষ্ণু সর্বানন (বিকেল ৩:৩৫), নেত্রা কুমানন (সন্ধ্যা ৬:০৫)

বিশ্বের দ্রুততম মানব কে? জানা যাবে আজ, ১০০ মিটারের ফাইনাল

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ অলিম্পিক্সে পুরুষদের ১০০ মিটার ফাইনাল। আজই জানা যাবে বিশ্বের দ্রুততম মানব কে? এগিয়ে জামাইকার কিশানে থমসন। রয়েছেন আমেরিকার নোয়া লিলেসও। পুরুষদের ১০০ মিটার সেমিফাইনাল রাত ১১:৩৫ থেকে, ফাইনাল রাত ১:২০ থেকে।

টেনিসে সোনা নোভাক না আলকারাজ়ের?

আজ অলিম্পিক্স টেনিসের ফাইনাল। মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ়। ফাইনাল ম্যাচ শুরু বিকেল ৩:৩০ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE