দিল্লির রাজপথে বিক্ষোভ। ছবি পিটিআই
শীতকালীন অলিম্পিক্স নিয়ে ভারতে ক্ষোভ ক্রমশ বাড়ছে। শুক্রবার রাজপথে বিক্ষোভ আছড়ে পড়ল তিব্বতিদের। চীনের দূতাবাসের দিকে তাঁদের মিছিল এগিয়ে যায়। গেমসের বয়কট করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।
তিব্বতিদের সঙ্গে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিবাদ রয়েছে চীনের। পাশাপাশি গালোয়ান উপত্যকার জখম হওয়া সেনাকে মশালবাহক করাটাও ভাল ভাবে নেওয়া হচ্ছে না। পুলিশ বিক্ষোভকারীদের আটকে দিলেও ক্ষোভ থামাতে পারেনি। কেউ কেউ পুলিশের বাধা টপকে দূতাবাসের দিকে এগোতে থাকেন। তাঁদের গ্রেপ্তার করা হয়। চীনের পতাকাও পোড়ানো হয়।
শুক্রবারই শীতকালীন অলিম্পিক্স শুরু হয়েছে। কিন্তু গালোয়ান-কাণ্ডে যুক্ত সেনাকে মশালবাহক করায় উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ভারত। সমাপ্তি অনুষ্ঠানও বয়কট করা হবে বলে জানানো হয়েছে। শীতকালীন অলিম্পিক্সে ভারতের প্রতিনিধি মাত্র একজনই। তিনি মহম্মদ আরিফ খান। লড়বেন স্কি বিভাগে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy