Advertisement
২২ নভেম্বর ২০২৪
Rohit Sharma

স্পনসর বদলালেই ডাবল সেঞ্চুরি করেন রোহিত! অদ্ভুত এই রেকর্ডে বাড়ছে ফ্যানদের আশা

এই স্পনসর বদলের ফলে ভাগ্য খুলে যেতে পারে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার। শুনতে অদ্ভুত মনে হলেও রেকর্ড অন্তত বলছে এমনই।

তিনটি ডবল সেঞ্চুরি আছে তিনটি ভিন্ন স্পনসারের জার্সি পরে।

তিনটি ডবল সেঞ্চুরি আছে তিনটি ভিন্ন স্পনসারের জার্সি পরে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১৭:১২
Share: Save:

ভারতীয় ক্রিকেট দলের জার্সির ওপর শীঘ্রই দেখা যাবে এক নতুন স্পনসরের লোগো। বিসিসিআইয়ের সঙ্গে শেষ হতে চলেছে চিনা মোবাইল সংস্থা ওপোর চুক্তি। তার জায়গায় আসতে চলেছে বেঙ্গালুরুর এডুকেশনাল টেকনিক এবং অনলাইন টিউটোরিয়াল ফার্ম ‘বাইজুস’। আর এই স্পনসর বদলে ভাগ্য খুলে যেতে পারে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার। শুনতে অদ্ভুত মনে হলেও রেকর্ড অন্তত বলছে এমনই।

২০০৭ সালে আন্তর্জাতিক ডেবিউ করার পর থেকে এখনও পর্যন্ত রোহিত শর্মা তিন স্পনসরের লোগো লাগানো জার্সি পরে খেলার সুযোগ পেয়েছেন। আর রোহিতই বিশ্বের একমাত্র ক্রিকেটার যাঁর নামের আগে ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর এখানেই রয়েছে টুইস্ট। রোহিত শর্মা এই তিনটি ডবল সেঞ্চুরি করেছেন আলাদা আলাদা স্পনসারের লোগো লাগানো জার্সি পরে।

এটাই কারণ ভারতীয় দলের জার্সিতে নতুন স্পনসারের লোগো আসার সঙ্গে রোহিত শর্মার ভাগ্য খোলা নিয়ে আলোচনার। অনেকেই মনে করছেন, রোহিত শর্মা সদ্য শেষ হওয়া বিশ্বকাপে যে ফর্ম দেখিয়েছেন তা দেখে এটা আশা করাই যায় যে চতুর্থ ডবল সেঞ্চুরিটি আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরোয়া সিরিজের মধ্যে দিয়েই উদ্বোধন হবে ভারতীয় দলের নতুন স্পনসরের লোগো ব্যবহৃত জার্সির।

আরও পড়ুন: দলে ইতিহাসের দোরগোড়ায় থাকা গেল, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-র দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের হয়ে রোহিত শর্মার তিনটি ডাবল সেঞ্চুরির ইতিহাস।

রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে। সেই সময় ভারতীয় দলের জার্সিতে ব্যবহৃত হত ‘সহারা’র লোগো। মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে বসে থাকা দর্শকরা সে দিন দেখেছিলেন রোহিত শর্মার প্রথম ডাবল সেঞ্চুরিটি। মাত্র ১৫৮টি বল খেলে তিনি করেন দুর্দান্ত ২০৯ রান। রোহিত শর্মার এই ইনিংসটি সাজানো ছিল ১২টি বাউন্ডারি এবং ১৬টি ওভার বাউন্ডারি দিয়ে।

এর পরের বছরই আসে তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি। যা একই সঙ্গে একটি ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডও বটে। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর লাকি স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনে করা ১৭৩ বলে ২৬৪ রানের ইনিংসটি কে ভুলতে পারে! এই ইনিংসটিতে তিনি মোট ৩৩টি বাউন্ডারি মেরেছিলেন। যদিও ওভার বাউন্ডারি মেরেছিলেন মাত্র ৯টি। উল্লেখ্য, এই ডবল সেঞ্চুরিটি এসেছিল ‘স্টার’এর লোগো লাগানো জার্সি পরে।

সর্বশেষ ডবল সেঞ্চুরিটি এসেছে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই। মাত্র ১৫৩ বল খেলে ২০৮ রানে অপরাজিত ছিলেন তিনি। বর্তমানে ভারতীয় দলের স্পনসরের ‘ওপো’র লোগো লাগানো জার্সি পরে এই অপরাজিত ডবল সেঞ্চুরিটি করেছিলেন তিনি। এই দুর্ধর্ষ ইনিংসটি সাজানো ছিল ১৩টি বাউন্ডারি এবং ১২টি ওভার বাউন্ডারির মাধ্যমে।

আরও পড়ুন: মার্কিন ভিসা নিয়ে সমস্যায় মহম্মদ শামি, সমাধান করল বোর্ড

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Double Hundreds Sponsorer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy