Advertisement
২৫ নভেম্বর ২০২৪
মেসিরা এখন ঘরে সিংহ, বাইরে শাবক
La Liga

ট্রফি দৌড়ে বড় ধাক্কা, রণনীতি নিয়ে প্রশ্ন সুয়ারেসের

সুয়ারেসের কথাতেই পরিষ্কার, ব্যর্থতার দায় খানিকটা হলেও এসে পড়ছে আর্নেস্তো ভালভার্দের জায়গায় দায়িত্ব নেওয়া বার্সেলোনার এখনকার ম্যানেজার কিকে সেতিয়েনের উপর।

হতাশ: সেল্টা ভিগোর বিরুদ্ধে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট মেসিদের। এএফপি

হতাশ: সেল্টা ভিগোর বিরুদ্ধে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট মেসিদের। এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ০৪:৩৮
Share: Save:

এ বারের লা লিগায় ক্যাম্প ন্যুয়ের বাইরে খেললেই পয়েন্ট নষ্ট করছেন লিয়োনেল মেসিরা! শনিবার সেল্টা ভিগোর সঙ্গে ২-২ ড্র সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ১০০ ভাগ জয় পেলে এ বার এখন পর্যন্ত বাইরের ম্যাচ থেকে বার্সলোনার ৪৮ পয়েন্ট তোলার কথা। সেখানে তারা পেয়েছে ২৩ পয়েন্ট! বাইরের ১৬টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ছ’টিতে। ড্র ও হার পাঁচটি করে। করোনা অতিমারির কারণে বন্ধ থাকা লিগ ফের শুরু হলে বাইরের তিনটি ম্যাচে মেসিরা অবিশ্বাস্য ভাবে পাঁচ পয়েন্ট নষ্ট করেছেন। অথচ গত মরসুমে বাইরের মাঠ থেকে বার্সা তুলেছিল ৩৯ পয়েন্ট। সেল্টা ভিগোর বিরুদ্ধো জোড়া গোল করেও দলকে জিততে না দেখে লুইস সুয়ারেস এতটাই হতাশ যে ম্যাচের শেষে বলে ফেললেন, ‘‘বারবার আমরা বাইরের মাঠে পয়েন্ট নষ্ট করছি। অথচ আগে কখনও এ রকম হয়নি।’’

সুয়ারেসের কথাতেই পরিষ্কার, ব্যর্থতার দায় খানিকটা হলেও এসে পড়ছে আর্নেস্তো ভালভার্দের জায়গায় দায়িত্ব নেওয়া বার্সেলোনার এখনকার ম্যানেজার কিকে সেতিয়েনের উপর। উরুগুয়ান তারকা তো বলেই দিয়েছেন, ‘‘কেন আমরা বারবার বাইরের মাঠে হারছি তা খুঁজে বার করে বিশ্লেষণের দায়িত্বটা কোচের। ওঁকেই বুঝিয়ে দিতে হবে, এ ভাবে পয়েন্ট নষ্ট বন্ধের জন্য আমাদের কী করতে হবে। বাকি কাজটা আমরা মাঠে নেমে করার চেষ্টা করব।’’ ক্যাটালোনিয়ার সেরা ক্লাবে এখন যা ছবি তাতে পরিষ্কার, এ বার লা লিগা জিততে না পারলে সেতিয়েনের চাকরি যাওয়া নিশ্চিত। এমনকি মেসিও আগে নতুন কোচের রণকৌশলের সমালোচনা করে বলেছিলেন, ‘‘এ ভাবে খেললে এ বার বড় সাফল্য আসবে না।’’

আরও পড়ুন: আইপিএলে সচিনের উইকেট নিয়ে দামি উপহার পেয়েছিলেন, জানালেন ওঝা

মেসি অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গে এ কথা বলেছিলেন। কিন্তু এখন যা অবস্থা তাতে লা লিগা জেতাও আর বার্সেলোনার হাতে নেই। সুয়ারেসও সেটাই বলেছেন, ‘‘সেল্টা ভিগোর বিরুদ্ধে গোল পেয়েছি, দলকেও সাহায্য করেছি। এ সবই ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ড্র করায় নিজের উপরই রাগ হচ্ছে। সঙ্গে মারাত্মক হতাশও লাগছে। সেল্টা ভিগোর বিরুদ্ধেও ২ পয়েন্ট নষ্ট করেছি ভাবতেই পারছি না।’’ যোগ করেছেন, ‘‘আমাদের মন ভেঙে যাচ্ছে। বার্সায় এতদিন খেলছি ,কিন্তু কখনও এ রকম নেতিবাচক ভাবনা কাজ করেনি। আসলে বাইরে এত পয়েন্ট নষ্ট হল যে এখন আর লিগ জেতাটা আমাদের হাতে নেই। অথচ কিছুদিন আগেও সবকিছু আমরাই নিয়্ন্ত্রণ করছিলাম। আর এখন সেখানে রিয়াল মাদ্রিদের পয়েন্ট নষ্ট করার অপেক্ষায় বসে থাকতে হবে। এর চেয়ে খারাপ আর হতাশার কী হতে পারে!’’

অন্য বিষয়গুলি:

La Liga Lionel Messi Luis Suarez Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy