Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Novak Djokovic

সিনারের ডোপিং-বিতর্কে মুখ খুললেন জোকোভিচ, গোটা প্রক্রিয়াতেই গলদ খুঁজে পেলেন নোভাক

কিছু দিন আগেই ডোপিং কাণ্ডে নাম জড়িয়েছিল বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের। সেই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন তিনি। তার পরে সেই বিতর্কে প্রথম বার মুখ খুললেন নোভাক জোকোভিচ। কী বললেন?

sports

নোভাক জোকোভিচ। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১৭:৫৩
Share: Save:

কিছু দিন আগেই ডোপিং কাণ্ডে নাম জড়িয়েছিল বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের। সেই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন তিনি। তার পরে সেই বিতর্কে প্রথম বার মুখ খুললেন নোভাক জোকোভিচ। জানালেন, টেনিসের ডোপ পরীক্ষার গোটা প্রক্রিয়ার মধ্যেই গলদ রয়েছে। সব খেলোয়াড়ের ক্ষেত্রে সমান বিচারের দাবিও তুলেছেন তিনি।

ফিজিয়োথেরাপিস্টের মাধ্যমে কোনও ভাবে নিষিদ্ধ ওষুধ নিয়ে ফেলেছিলেন সিনার। অনৈচ্ছিক ভাবে ওষুধ নেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি ইউনিট। সেই ফিজিয়োথেরাপিস্টের সঙ্গে সম্পর্কও শেষ করে দিয়েছেন সিনার।

সেই বিষয়ে মুখ খুলে জোকোভিচ বলেছেন, “আমি খেলোয়াড়দের হতাশার কারণ বুঝতে পারি। আসলে কোনও ধারাবাহিকতা নেই। যতদূর জানি, সিনার অভিযুক্ত হওয়ার কিছু ক্ষণ পরেই ওর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ হয়ে গিয়েছিল। তবে ডোপ পরীক্ষার ফলাফল পাঁচ-ছ’মাস ওকে জানানো হয়নি।”

জোকোভিচের মতে, পরীক্ষার এই প্রক্রিয়ার মধ্যেই ভুল রয়েছে। সঠিক নিয়ম না থাকাকেই কারণ হিসাবে তুলে ধরেছেন তিনি। বলেছেন, “গোটা প্রক্রিয়াতেই ভুল রয়েছে। কোনও ঠিকঠাক নিয়ম মানা হয় না এখানে। অনেক খেলোয়াড়ই আমায় জানিয়েছে, ভাল খেলোয়াড়ের প্রতি নাকি আলাদা বিচার হচ্ছে। আমি জানি না সেটা কতটা সত্যি। তবে ওদের আবেগ বুঝতে পারি।”

সিনারের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছিল যে, বিশ্বের এক নম্বর হওয়ার কারণেই নাকি নির্বাসন এড়িয়ে গিয়েছেন তিনি। যদিও সিনার সেই অভিযোগ অস্বীকার করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Novak Djokovic Jannik Sinner US Open 2024 Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE