‘সুপারফ্যান’ চারুলতার সঙ্গে বিরাট। ইংল্যান্ডে বিশ্বকাপের সময়। ছবি টুইটার থেকে নেওয়া।
প্রয়াত ভারতীয় ক্রিকেটের ‘সুপারফ্যান’ চারুলতা পটেল। বয়স হয়েছিল ৮৭ বছর। বয়সজনিত কারণে সোমবার মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
গত বছর ২ জুলাই ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠে এসে নজর কেড়েছিলেন চারুলতা। হুইলচেয়ারে বসে ভুভুজেলা বাজাচ্ছিলেন তিনি। উৎসাহ ও উদ্দীপনা দেখে ম্যাচের পর বিরাট কোহালি ও রোহিত শর্মা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কোহালি তাঁর সঙ্গে দেখা করার ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। চেয়েছিলেন তাঁর আশীর্বাদ। বিসিসিআই-ও তাঁকে ‘সুপারফ্যান’ চিহ্নিত করে টুইটে। পরের ম্যাচে তাঁকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কোহালি। সেই মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও মাঠে এসেছিলেন তিনি।
পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। সেই পোস্টে ধন্যবাদ জানানো হয়েছে বিরাট কোহালি ও রোহিত শর্মাকে। তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বোর্ডের তরফেও করা হয় পোস্ট। শ্রদ্ধা জানানো হয় তাঁকে।
#TeamIndia's Superfan Charulata Patel ji will always remain in our hearts and her passion for the game will keep motivating us.
— BCCI (@BCCI) January 16, 2020
May her soul rest in peace pic.twitter.com/WUTQPWCpJR
This picture brings out the true emotions that #cricket brings to all of us. #TeamIndia's Superfan Charulata Patel ji will always remain in every Indian cricket fan’s heart. May her soul rest in peace!! pic.twitter.com/pTl9ctedt0
— Kunal Sarangi (@KunalSarangi) January 16, 2020
Also would like to thank all our fans for all the love & support & especially Charulata Patel ji. She's 87 and probably one of the most passionate & dedicated fans I've ever seen. Age is just a number, passion takes you leaps & bounds. With her blessings, on to the next one. 🙏🏼😇 pic.twitter.com/XHII8zw1F2
— Virat Kohli (@imVkohli) July 2, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy