Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Charulata Patel

ভারতের ‘সুপারফ্যান’ চারুলতা পটেল প্রয়াত

গত বছর ২ জুলাই ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠে এসে নজর কেড়েছিলেন চারুলতা। হুইলচেয়ারে বসে ভুভুজেলা বাজাচ্ছিলেন তিনি। উৎসাহ ও উদ্দীপনা দেখে ম্যাচের পর বিরাট কোহালি ও রোহিত শর্মা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

‘সুপারফ্যান’ চারুলতার সঙ্গে বিরাট। ইংল্যান্ডে বিশ্বকাপের সময়। ছবি টুইটার থেকে নেওয়া।

‘সুপারফ্যান’ চারুলতার সঙ্গে বিরাট। ইংল্যান্ডে বিশ্বকাপের সময়। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১২:১২
Share: Save:

প্রয়াত ভারতীয় ক্রিকেটের ‘সুপারফ্যান’ চারুলতা পটেল। বয়স হয়েছিল ৮৭ বছর। বয়সজনিত কারণে সোমবার মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

গত বছর ২ জুলাই ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠে এসে নজর কেড়েছিলেন চারুলতা। হুইলচেয়ারে বসে ভুভুজেলা বাজাচ্ছিলেন তিনি। উৎসাহ ও উদ্দীপনা দেখে ম্যাচের পর বিরাট কোহালি ও রোহিত শর্মা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কোহালি তাঁর সঙ্গে দেখা করার ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। চেয়েছিলেন তাঁর আশীর্বাদ। বিসিসিআই-ও তাঁকে ‘সুপারফ্যান’ চিহ্নিত করে টুইটে। পরের ম্যাচে তাঁকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কোহালি। সেই মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও মাঠে এসেছিলেন তিনি।

পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। সেই পোস্টে ধন্যবাদ জানানো হয়েছে বিরাট কোহালি ও রোহিত শর্মাকে। তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বোর্ডের তরফেও করা হয় পোস্ট। শ্রদ্ধা জানানো হয় তাঁকে।

It is with a heavy heart that I inform you, our beautiful grandmother took her final breath on 13/01 at 5.30pm. She was such a sweet little lady, it's true 'small things come in small packages' our Dadi was a delight, she was/is truly extraordinary. She was our world. I want to thank you all for making her feel special last year, she loved the attention. A big thank you to @virat.kohli you made her feel extra special, meeting you and @rohitsharma45 was the best day of her life (she told us this on multiple occasions). May Lord Shiva bless her atman always, please all say a prayer. ❤

A post shared by Charulata Patel |Cricket Daadi (@cricket.daadi) on

অন্য বিষয়গুলি:

Charulata Patel Virat Kohli BCCI Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy