কত নম্বরে উঠে এলেন বিরাট কোহলীরা? ছবি: এএফপি
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরুর আগেই আইসিসি-র ক্রমতালিকা প্রকাশ। টি২০ ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখল ইংল্যান্ড। ২ নম্বরে উঠে এলেন বিরাট কোহলীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ২-৩ ব্যবধানে হেরে তিন নম্বরে নেমে গেল অস্ট্রেলিয়া।
টেস্ট ক্রিকেটে ১ নম্বরে ভারত। টি২০-র সঙ্গে একদিনের ক্রিকেটেও দু’নম্বরে কোহলীরা। টি২০ ক্রমতালিকায় তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। ইংল্যান্ডের থেকে ভারত পিছিয়ে রয়েছে ৭ পয়েন্টে। ১২ মার্চ থেকে শুরু হতে চলা সিরিজে সেই ব্যবধান কমিয়ে দিতে পারবেন কোহলীরা?
আইসিসি-র প্রকাশিত টি২০-র ক্রমতালিকায় ব্যাটিং বিভাগে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। কোহলী রয়েছেন ৬ নম্বরে। তাঁর ওপরে চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার দুসেন। বোলিং এবং অলরাউন্ডার বিভাগে প্রথম দশে কোনও ভারতীয় নেই।
⬆️ Aaron Finch climbs to No.2
— ICC (@ICC) March 10, 2021
⬆️ Martin Guptill breaks into top 10
Gains for batsmen in the latest @MRFWorldwide ICC T20I Player Rankings after the #NZvAUS T20 series 👀
Full list: https://t.co/2ImN92Rkvr pic.twitter.com/k578Z47wzM
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy