রভমান পাওয়েল। ছবি: এপি।
দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ়। আরও এক বার জেতার লক্ষ্য নিয়ে নামতে চলেছে তারা। অধিনায়ক রভমান পাওয়ালের মতে ট্রফি জিতলেই এক মাত্র আর্থিক লাভ হয়। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলতে নামার আগে এমনটাই বললেন ক্যারিবিয়ান অধিনায়ক।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে যেতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ়। দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল সে বার যোগ্যতাই অর্জন করতে পারেনি। হারতে হয়েছিল স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এ বারে যদিও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই খেলা হচ্ছে। আয়োজন দেশ হিসাবেই খেলছে ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম ম্যাচ খেলতে নামার আগে পাওয়েল বলেন, “স্পনসরেরা চায় জয়ী দলের সঙ্গে থাকতে। ওয়েস্ট ইন্ডিজ় জিতলে আর্থিক ভাবেও উন্নতি হবে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের। আমি গর্বিত এটা দেখে যে, আমার নেতৃত্বে দল ক্রমতালিকায় উন্নতি করেছে।”
দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের সিরিজ়ে ৩-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ়কে নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। পাওয়েল বলেন, “আমি যখন প্রথম অধিনায়ক হই, তখন আমরা ক্রমতালিকায় আট বা ন'নম্বরে ছিলাম। সেই সময় বুঝতে পারি যে, আমরা সিরিজ় জিততে পারছি না বলে ক্রমতালিকায় এত নীচের দিকে নেমে যাচ্ছি। তাই অধিনায়ক হওয়ার পর সিরিজ় জেতার চেষ্টা করি। সফল হতেই ক্রমতালিকায় উন্নতি হয়।” এখন ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টি ক্রমতালিকায় চতুর্থ স্থানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy