সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।
ভারতীয় দলে বার বার ঢুকেছেন। বার বার তাঁকে বাদ দেওয়া হয়েছে। প্রতিভা থাকলেও জাতীয় দলের জার্সিতে খুব কম সময়েই তাঁকে ভাল খেলতে দেখা গিয়েছে। সেই সঞ্জু স্যামসন জানালেন, ব্যর্থতা পিছনে ফেলে এসেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে সেরা ফর্মেই দেখা যাবে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র এক রান করেছিলেন। প্রথম একাদশে সুযোগ পাওয়া অনিশ্চিত। উইকেটকিপার হিসাবে খেলবেন ঋষভ পন্থই। তার মাঝেই বোর্ডের প্রকাশিত এক ভিডিয়োয় সঞ্জু বলেছেন, “সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে সবচেয়ে অভিজ্ঞ সঞ্জু স্যামসন এ বার বিশ্বকাপ খেলতে এসেছে।”
সঞ্জুর সংযোজন, “১০ বছর একের পর এক ব্যর্থতা দেখেছি। কয়েক বার এখানে-ওখানে সাফল্য পেয়েছি। জীবন এবং ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে এগুলো জানা খুব দরকার ছিল।”
আইপিএলে ভাল খেলার সুবাদে বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন সঞ্জু। ১৫ ম্যাচে তিনি ৫৩১ রান করেছেন। কমলা টুপির দৌড়ে পঞ্চম স্থানে ছিলেন। জানালেন, আইপিএলের চাপের মাঝেও বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার বিষয়টি ঘুরছিল তাঁর মাথায়।
সঞ্জুর কথায়, “আমার মাথায় শুধু আইপিএলই ঘুরছিল। অনেক কাজ, অনেক ভাবনা ছিল। দলের অধিনায়ক হওয়ায় সব সময় কিছু না কিছু মাথার মধ্যে চলত। তা সত্ত্বেও মাথার মধ্যে কোথাও না কোথাও বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার ব্যাপারটা ছিল। খুব ভাল লেগেছে সুযোগ পেয়ে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy