Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের উইকেট পড়ার পরে ভারতের ক্রিকেটারদের উল্লাস।

বাংলাদেশের উইকেট পড়ার পরে ভারতের ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২৩:২২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২৩:২২ key status

জিতল ভারত

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করল বাংলাদেশ। ৫০ রানে জিতল ভারত।

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২২:৫৫ key status

আউট শান্ত

বুমরার বলে ৪০ রান করে আউট শান্ত।

Advertisement
timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২২:৪৫ key status

আউট শাকিব

আরও একটি উইকেট নিলেন কুলদীপ। শাকিবকে (১১) ফেরালেন তিনি। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২২:৩৭ key status

আউট তৌহিদ হৃদয়

কুলদীপের বলে আউট হৃদয়। ৪ রান করেন তিনি। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২২:৩০ key status

আউট তানজিদ হাসান

কুলদীপ যাদবের বলে ২৯ রান করে আউট তানজিদ। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২২:১২ key status

ক্যাচ ফস্কালেন পন্থ

উইকেট পেতে পারতেন বুমরা। তাঁর বলে খোঁচা মারেন তানজিদ হাসান। সহজ ক্যাচ ছাড়েন পন্থ। 

Advertisement
timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২২:০৭ key status

আউট লিটন দাস

বাংলাদেশকে প্রথম ধাক্কা দিলেন হার্দিক। প্রথম ওভারেই লিটনকে আউট করলেন তিনি। একটি ছক্কা মারার পরে আবার বড় শট মারতে গিয়ে ১৩ রানে আউট হলেন তিনি। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২১:৩৪ key status

বাংলাদেশের সামনে লক্ষ্য ১৯৭ রান

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করল ভারত।

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২১:৩৪ key status

হার্দিকের অর্ধশতরান

মাত্র ২৭ বলে ৫০ রান করলেন হার্দিক পাণ্ড্য। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২১:১৯ key status

আউট শিবম দুবে

২৪ বলে ৩৪ রান করে আউট শিবম দুবে। পঞ্চম উইকেট হারাল ভারত।

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২০:৫৫ key status

আউট ঋষভ পন্থও

১০৮ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। পাল্টা আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন পন্থ। কিন্তু রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ২৪ বলে ৩৬ রান করে আউট হলেন তিনি। যে পরিস্থিতিই হোক না কেন পন্থ রিভার্স সুইপ মারবেনই। আগের ম্যাচেই এই শট মারতে গিয়েই আউট হয়েছিলেন তিনি। এই ম্যাচেও সেই ছবিই দেখা গেল।

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২০:৪৪ key status

১০ ওভারে রান ৩ উইকেট হারিয়ে ৮৩

ঋষভ পন্থ ১২ ও শিবম দুবে ২ রান করে খেলছেন। জুটি গড়ার চেষ্টা করছেন তাঁরা।

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২০:৩৯ key status

আউট সূর্যকুমার যাদব

একই ওভারে আউট হলেন সূর্যকুমার। তানজিমের প্রথম বলে ছক্কা মারেন তিনি। পরের বল সূর্যের গ্লাভসে লেগে উইকেটরক্ষক লিটন দাসের কাছে যায়। ৭৭ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। কিছুটা চাপে তারা। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২০:৩৭ key status

আউট বিরাট কোহলি

ভাল খেলছিলেন বিরাট। অনেক দিন পরে তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, বড় রান করবেন। কিন্তু তানজিম সাকিবের বল উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হলেন তিনি। ২৮ বলে ৩৭ রান করেছেন কোহলি। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২০:২৫ key status

পাওয়ার প্লে শেষে ভারতের রান ১ উইকেটে ৫৩

বিরাট কোহলি ২৭ ও ঋষভ পন্থ ৩ রানে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২০:১৫ key status

আউট রোহিত শর্মা

ভাল খেলছিলেন রোহিত। শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। শাকিব আল হাসানের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন ভারত অধিনায়ক। ১১ বলে ২৩ রান করেছেন তিনি। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২০:০১ key status

স্পিন দিয়ে শুরু বাংলাদেশের

প্রথম ওভারেই স্পিনারের হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল করছেন মাহেদি হাসান।

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ১৯:৫৭ key status

ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই

রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, যশপ্রীত বুমরা। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ১৯:৫৫ key status

টস হেরেও খুশি রোহিত

টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন রোহিত শর্মা। টস হারার পরেও প্রথমে ব্যাট করছে ভারত। তাই টস হেরেও খুশি ভারত অধিনায়ক। তিনি জানিয়েছেন, প্রথমে ব্যাট করে বড় রান করতে চান। তার পরে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তাঁরা।

timer শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ১৯:৩৩ key status

টস জিতল বাংলাদেশ

বাংলাদেশের বিরুদ্ধে টস জিতল বাংলাদেশ। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ, প্রথমে ব্যাট করবে ভারত। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE