Advertisement
০৭ জুলাই ২০২৪
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারেরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারেরা। ছবি: এক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ২৩:০০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৪:৩৮ key status

বিরাটের টুইট

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছবি পোস্ট করলেন কোহলি। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দেখা করে আমি সম্মানিত। বাসভবনে ডাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৪:৩৬ key status

টুইট করলেন মোদী

বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “চ্যাম্পিয়নদের সঙ্গে অসাধারণ একটা আলাপচারিতা হল। বিশ্বজয়ী দলকে ৭, লোক কল্যাণ মার্গে ডেকেছিলাম। প্রতিযোগিতা জুড়ে ওদের অভিজ্ঞতা নিয়ে অসাধারণ কিছু কথাবার্তা হল।”

Advertisement
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৪:০৭ key status

বিমানবন্দরে আলাদা গাড়িতে গেলেন রোহিত

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে গোটা দল টিম বাসে দিল্লি বিমানবন্দরে গেল। রোহিত তাঁর পরিবার নিয়ে আলাদা গাড়িতে বিমানবন্দরে পৌঁছলেন। আলাদা আলাদা গাড়িতে বিমানবন্দরে গেলেন জয় শাহ, রজার বিন্নীরাও।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৩:১১ key status

দিল্লি বিমানবন্দরে পৌঁছল ভারতীয় দল

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সরাসরি বিমানবন্দরে ভারতীয় দল।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৩:০০ key status

রোহিতদের ডাক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

শুক্রবার রোহিত শর্মা, শিবম দুবে, সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়ালকে মহারাষ্ট্র বিধানসভায় আমন্ত্রণ করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১২:৫১ key status

রোহিতদের সঙ্গে কী কথা হল প্রধানমন্ত্রীর?

সূত্রের খবর, প্রধানমন্ত্রী প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। জানতে চেয়েছেন, কোন ম্যাচে কোন ঘটনা খেলা ঘুরিয়ে দিয়েছে। তিনি নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন। কিছু শট, কিছু বোলিং, কিছু স্মরণীয় মুহূর্তের কথা জানতে চেয়েছেন। আলাদা করে কয়েক জন ক্রিকেটারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১২:৪৬ key status

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষ রোহিতদের

৭, লোক কল্যাণ মার্গ থেকে বেরিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা। এ বার তারা ফিরবেন হোটেলে। তার পর রওনা দেবেন দিল্লি বিমানবন্দরের উদ্দেশে। ভারতীয় দলের গন্তব্য এ বার মুম্বই। চার্টার্ড বিমানে মুম্বই যাবে দল। সেখানে হুড খোলা বাসে করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে দল।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১১:০৩ key status

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন রোহিতেরা

বাসভবনে আগেই পৌঁছে গিয়েছেন। বেলা ১১টা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎপর্ব শুরু হল বিশ্বকাপজয়ী দলের। প্রাতরাশও করবেন তাঁরা। প্রায় এক ঘণ্টা সময় কাটানোর কথা রয়েছে।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১০:৪২ key status

প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গেল ভারতের বাস

রোহিত, কোহলিদের বাস ঢুকে গেল ৭, লোক কল্যাণ মার্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছেন রোহিত, কোহলিরা।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১০:৩৩ key status

রওনা দিল বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রোহিতদের বাস বেরিয়ে গিয়েছে। কনভয় যাচ্ছে রোহিতদের বাসের আগে-পিছে। 

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১০:৩২ key status

বাস ঘিরে ভিড় সমর্থকদের

রোহিত, কোহলিরা বাসে ওঠার মধ্যেই সেই বাস ঘিরে ফেললেন সমর্থকেরা। প্রত্যেকের হাতেই জাতীয় পতাকা। সেই পতাকা দোলাতে দোলাতে চলছে তুমুল চিৎকার। উঠছে স্লোগান।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১০:২৪ key status

বাসে উঠছেন ক্রিকেটারেরা

হোটেল থেকে বেরিয়ে একে একে ক্রিকেটারে বাসে উঠছেন। সেটিতে চেপেই রওনা দেবেন প্রধানমন্ত্রীর বাসভবনে। সেই বাস পরীক্ষা করছে এনএসজি।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১০:১৮ key status

কেক কাটলেন রোহিত, কোহলি

দিল্লির হোটেলের তরফে প্রস্তুত রাখা হয়েছিল কেক। রোহিত একাই এসে বাঁ হাতে কেক কেটে বেরিয়ে গেলেন।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১০:০৩ key status

আগে কেক কাটবেন রোহিতেরা

হোটেলে রোহিতদের জন্য বিশেষ কেক রাখা। তা কেটে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে বেরোবেন রোহিতেরা।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৯:০০ key status

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা দিচ্ছেন রোহিতেরা

প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা দিতে চলেছেন রোহিত শর্মারা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE