প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারেরা। ছবি: এক্স।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছবি পোস্ট করলেন কোহলি। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দেখা করে আমি সম্মানিত। বাসভবনে ডাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”
বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “চ্যাম্পিয়নদের সঙ্গে অসাধারণ একটা আলাপচারিতা হল। বিশ্বজয়ী দলকে ৭, লোক কল্যাণ মার্গে ডেকেছিলাম। প্রতিযোগিতা জুড়ে ওদের অভিজ্ঞতা নিয়ে অসাধারণ কিছু কথাবার্তা হল।”
প্রধানমন্ত্রীর বাসভবন থেকে গোটা দল টিম বাসে দিল্লি বিমানবন্দরে গেল। রোহিত তাঁর পরিবার নিয়ে আলাদা গাড়িতে বিমানবন্দরে পৌঁছলেন। আলাদা আলাদা গাড়িতে বিমানবন্দরে গেলেন জয় শাহ, রজার বিন্নীরাও।
প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সরাসরি বিমানবন্দরে ভারতীয় দল।
শুক্রবার রোহিত শর্মা, শিবম দুবে, সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়ালকে মহারাষ্ট্র বিধানসভায় আমন্ত্রণ করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। জানতে চেয়েছেন, কোন ম্যাচে কোন ঘটনা খেলা ঘুরিয়ে দিয়েছে। তিনি নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন। কিছু শট, কিছু বোলিং, কিছু স্মরণীয় মুহূর্তের কথা জানতে চেয়েছেন। আলাদা করে কয়েক জন ক্রিকেটারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
৭, লোক কল্যাণ মার্গ থেকে বেরিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা। এ বার তারা ফিরবেন হোটেলে। তার পর রওনা দেবেন দিল্লি বিমানবন্দরের উদ্দেশে। ভারতীয় দলের গন্তব্য এ বার মুম্বই। চার্টার্ড বিমানে মুম্বই যাবে দল। সেখানে হুড খোলা বাসে করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে দল।
বাসভবনে আগেই পৌঁছে গিয়েছেন। বেলা ১১টা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎপর্ব শুরু হল বিশ্বকাপজয়ী দলের। প্রাতরাশও করবেন তাঁরা। প্রায় এক ঘণ্টা সময় কাটানোর কথা রয়েছে।
রোহিত, কোহলিদের বাস ঢুকে গেল ৭, লোক কল্যাণ মার্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছেন রোহিত, কোহলিরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রোহিতদের বাস বেরিয়ে গিয়েছে। কনভয় যাচ্ছে রোহিতদের বাসের আগে-পিছে।
রোহিত, কোহলিরা বাসে ওঠার মধ্যেই সেই বাস ঘিরে ফেললেন সমর্থকেরা। প্রত্যেকের হাতেই জাতীয় পতাকা। সেই পতাকা দোলাতে দোলাতে চলছে তুমুল চিৎকার। উঠছে স্লোগান।
হোটেল থেকে বেরিয়ে একে একে ক্রিকেটারে বাসে উঠছেন। সেটিতে চেপেই রওনা দেবেন প্রধানমন্ত্রীর বাসভবনে। সেই বাস পরীক্ষা করছে এনএসজি।
দিল্লির হোটেলের তরফে প্রস্তুত রাখা হয়েছিল কেক। রোহিত একাই এসে বাঁ হাতে কেক কেটে বেরিয়ে গেলেন।
Captain Rohit Sharma cuts the cake at team hotel. pic.twitter.com/ugwn3Ry37G
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
হোটেলে রোহিতদের জন্য বিশেষ কেক রাখা। তা কেটে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে বেরোবেন রোহিতেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy