Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Virat Kohli

T20 World Cup: টি২০ বিশ্বকাপের গান প্রকাশ, অমিত ত্রিবেদীর সুরে তৈরি ‘লিভ দ্য গেম’

অ্যানিমেশনে ফুটিয়ে তোলা হয়েছে বিরাট কোহলী, কায়রন পোলার্ড, রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েলদের।

অ্যানিমেশন ভিডিয়োতে দেখা গিয়েছে পোলার্ড, রশিদ, বিরাট, ম্যাক্সওয়েলদের

অ্যানিমেশন ভিডিয়োতে দেখা গিয়েছে পোলার্ড, রশিদ, বিরাট, ম্যাক্সওয়েলদের টুইটার

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৫
Share: Save:

টি ২০ বিশ্বকাপের গান (অফিশিয়াল অ্যান্থেম) প্রকাশিত হল। ভারতীয় সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদীর সুরে তৈরি হয়েছে এই গান। ভিডিয়োতে অ্যানিমেশনে ফুটিয়ে তোলা হয়েছে বিরাট কোহলী, কায়রন পোলার্ড, রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েলদের। সঙ্গে রয়েছে আরও কিছু চরিত্র।

‘লিভ দ্য গেম’ গানটি ইতিমধ্যেই জনপ্রিয়। ১৬ দলের টি ২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে। ফাইনাল ১৪ নভেম্বর।

আইসিসি মার্কেটিং বিভাগের কর্তা বলেন, ‘‘অ্যানিমেশন, গান, ভিডিয়ো সব মিলিয়ে দারুণ একটা গান তৈরি হয়েছে। ভারতে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও কোভিডের জন্য তা হচ্ছে না। সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে খেলা হলেও ভারতই যে এই প্রতিযোগিতার আয়োজক, তা ভুললে চলবে না। আমরাও গান তৈরির সময় সেটা মাথায় রেখেছি।’’

গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক পোলার্ড বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে খেলতে নামলে আলাদা একটা অনুভূতি হয়। টি২০ বিশ্বকাপে সব সময়ই উত্তেজনা থাকে। আশা করব দর্শকরা এ বার সেই উত্তেজনা আরও বেশি করে উপভোগ করবেন।’’

অস্ট্রেলিয়ার অল রাউন্ডার ম্যাক্সওয়েল বলেন, ‘‘এ বারের প্রতিযোগিতা খুব কঠিন হবে। সব ম্যাচই ফাইনালের মত। আমি খুব উত্তেজিত।’’

অন্য বিষয়গুলি:

Virat Kohli Glen Maxwell Kiron Pollard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE