ধোনি এবং সহবাগ। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনিকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে সবাইকে চমকে দিয়েছে বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ডের এই সিদ্ধান্তকে এ বার কুর্নিশ করলেন বীরেন্দ্র সহবাগও। জানালেন, ধোনির নিয়োগ ভারতীয় ক্রিকেটের পক্ষে সব থেকে ভাল খবর।
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে সহবাগ বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরামর্শদাতা হওয়ার প্রস্তাব এমএস গ্রহণ করায় আমি খুব খুশি। আমি জানি যে অনেকেই চান এমএস ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরুক। তাই ওকে পরামর্শদাতা করার সিদ্ধান্ত সব থেকে ভাল খবর।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তরুণ এবং অনভিজ্ঞ ক্রিকেটারের আধিক্য থাকায় সহবাগ মনে করছেন, ধোনি আসায় দলেরই সুবিধা হবে। বলেছেন, “বিভিন্ন দলে এমন অনেক ক্রিকেটার থাকে যারা অধিনায়কের কাছে গিয়ে নিজের মনের কথা বলতে পারে না। নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে ইতস্তত করে। এমএস এমনই একজন মানুষ যার সঙ্গে যে কোনও সময় কথা বলা যায় এবং তরুণদের সমস্যা সমাধানের ক্ষেত্রে ও সব থেকে ভাল ভূমিকা নিতে পারে।”
.@SGanguly99, President, BCCI is delighted with the move to have @msdhoni on board as #TeamIndia mentor for the #T20WorldCup 👏 👍 pic.twitter.com/9Ec4xdhj5d
— BCCI (@BCCI) September 9, 2021
দলে ধোনির অভিজ্ঞতাও কাজে লাগবে বলে মনে করেন সহবাগ। নিজে ধোনির অধিনায়কত্বে খেলেছেন এবং বিশ্বকাপ জিতেছেন। সেই অভিজ্ঞতা থেকে সহবাগ বলেছেন, “কিপার হিসেবে ফিল্ডিং সাজাতে পারদর্শী ছিল ধোনি। ওর এই অভিজ্ঞতা এ বার বোলারদের দারুণ সাহায্য করতে পারে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy