মহেন্দ্র সিংহ ধোনি ফাইল চিত্র
আসন্ন টি২০ বিশ্বকাপে ফের ভারতীয় সাজঘরে দেখা যেতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনিকে। ভারতকে প্রথম টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে মেন্টর করে বিরাট কোহলীদের দলের সঙ্গে রাখছে বিসিসিআই। বুধবার টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। সেই সঙ্গে বোর্ড সচিব জয় শাহ জানালেন ধোনির নতুন ভূমিকার কথা।
আইপিএল শেষ হলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকেই দীর্ঘ প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ধোনিকে। এরপর গত বছর স্বাধীনতা দিবসে তিনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। তারপর এই প্রথম ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন ‘ক্যাপ্টেন কুল’।
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারতের প্রথম খেলা ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলীরা। ৩ নভেম্বর রশিদ খানের আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।
"Former India Captain @msdhoni to mentor the team for the T20 World Cup" - Honorary Secretary @JayShah #TeamIndia
— BCCI (@BCCI) September 8, 2021
উল্লেখ্য, ধোনি-সহ চেন্নাই সুপার কিংস দলের অনেক ক্রিকেটারই আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছে গিয়েছেন। নিভৃতবাসের পর অনুশীলনও শুরু করে দিয়েছেন। আগে সেখানেই কোহলী-সহ দলের বাকিদের সঙ্গে দেখা হবে ধোনিদের। এরপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের শিবিরে ঢুকে পড়বেন তিনি। দ্বিতীয় বিশ্বকাপ জেতার জন্য কোহলীদের দেবেন প্রয়োজনীয় পরামর্শ।
ধোনির এই ভূমিকা শুধুমাত্র এই বিশ্বকাপে, নাকি তারপরেও একই কাজে লাগানো হবে তাঁকে সে নিয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি বোর্ড সচিব জয় শাহ। তবে মনে করা হচ্ছে, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কিছু সিরিজে ধোনির পরামর্শ কাজে লাগানো হতে পারে।
এর আগে রাহুল দ্রাবিড়কে শ্রীলঙ্কায় কোচ করে পাঠিয়েছিল ভারতীয় বোর্ড। এ বার ধোনি পরামর্শদাতা। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই সাফল্যের গন্ধ পেতে শুরু করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy