বিরাট কোহলী। ফাইল ছবি
আইপিএল শেষ হওয়ার আগেই ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। প্রকাশ্যে এল বিরাট কোহলীদের জার্সি।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের টুইটারে এই জার্সির ছবি পোস্ট করে। সেই ছবিতে দেখা যাচ্ছে কোহলীর সঙ্গে লোকেশ রাহুল, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা রয়েছেন। সবার গায়েই নতুন জার্সি। এর নাম দেওয়া হয়েছে। ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’। বিসিসিআই এই জার্সি পোস্ট করে লিখেছে, ‘লক্ষ লক্ষ সমর্থকের চিৎকারে অনুপ্রাণিত হয়ে এই জার্সি তৈরি করা হয়েছে।’’
Presenting the Billion Cheers Jersey!
— BCCI (@BCCI) October 13, 2021
The patterns on the jersey are inspired by the billion cheers of the fans.
Get ready to #ShowYourGame @mpl_sport.
Buy your jersey now on https://t.co/u3GYA2wIg1#MPLSports #BillionCheersJersey pic.twitter.com/XWbZhgjBd2
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২৪ অক্টোবর। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ ২-তে ভারতের সঙ্গে পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ভারতের বাকি দুটি ম্যাচ ৩১ অক্টোবর (নিউজিল্যান্ড) এবং ৩ নভেম্বর (আফগানিস্তান)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy