ইডেনের জিমে প্র্যাকটিসে অনুষ্টুপ। ছবি: সোশ্যাল মিডিয়া
প্রস্তুতি শুরু সৈয়দ মুস্তাক আলি ট্রফির। বৃহস্পতিবার ইডেনের জিমে অনুশীলনে দেখা গেল বাংলা দলকে। এর আগে মঙ্গলবার তাদের দেখা গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে।
১০ জানুয়ারি থেকে শুরু মুস্তাক আলি ট্রফি। ক্রিকেটের ঘরোয়া লিগের খেলা শুরু এই টি২০ লিগ দিয়েই। ৩১ জানুয়ারি অবধি চলবে লিগ। প্রাথমিক ৩০ জনের দল ইতিমধ্যেই বেছে নিয়েছে বাংলার ক্রিকেট বোর্ড। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই খেলা হবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড। ইডেনেও বেশ কিছু ম্যাচ খেলা হবে।
মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপের ৩৮টি দলকে মোট ৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে ওডিশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম ও হায়দরাবাদ। এই গ্রুপের সব খেলা হবে কলকাতায়। ইডেন ছাড়াও খেলা হবে বেঙ্গালুরু, বডোদরা, ইনদওর, মুম্বই এবং চেন্নাইয়ের মাঠে।
আরও পড়ুন: করোনার প্রকোপ, বিগ ব্যাসে চুল কাটতে মানা ক্রিকেটারদের
আরও পড়ুন: সিডনিতেই তৃতীয় টেস্ট, তৈরি রাখা হচ্ছে মেলবোর্নকেও
#Bengal players training at the state of the art indoor gym at #EdenGardens.#CAB pic.twitter.com/A1WRyIZSAR
— CABCricket (@CabCricket) December 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy