অনুশীলনে বাংলা দলের খেলোয়াড়রা। ছবি টুইটার।
আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বোলিংয়ের ওপর জোর দিচ্ছে বাংলা। দলের বোলিং কোচ রণদেব বসুর বক্তব্যেই সেটি পরিষ্কার। তাঁর মতে, ব্যাটসম্যানরা যত রানই করুক না কেন, দলের জেতা বা হারা পুরোটাই নির্ভর করছে বোলারদের ওপর।
রবিবার রণদেবের বক্তব্যের ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সেখানে রণদেব বলেছেন, ‘‘আসল হল বোলারদের পারফরম্যান্স। কারণ যে ধরণের ক্রিকেটই হোক না কেন, দিনের শেষে বোলাররাই ম্যাচ জেতায়। একটা দল যত রানই করুক না কেন, সেটা বোলারদেরই ডিফেন্ড করতে হবে। আগে বল করলে কম রানে বিপক্ষকে আটকে রাখতে হবে।’’
বাংলা দলের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘‘আমরা বিশেষ জোর দিয়েছি স্লগ ওভার বোলিংয়ের ওপর। তাছাড়া শুরুতে কী করে উইকেট তুলে নেওয়া যায়, তার জন্যও আমরা বিশেষভাবে প্র্যাকটিস করছি।’’ ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে যাওয়া ইশান পোড়েল চোট পেয়ে দেশে ফিরে এসেছেন। তাঁর ব্যাপারেও আশার কথা শুনিয়েছেন রণদেব। বলেন, ‘‘এর মধ্যে সবথেকে ভাল খবর হল ইশান দ্রুত সুস্থ হয়ে উঠছে। ও খুব শিঘ্রই আমাদের দলের সঙ্গে যোগ দেবে। আমরা ওকে পাব ভেবেই পরিকল্পনা করছি।’’
#TeamBengal's bowling coach #RanadebBose talks about Bengal's ongoing practice sessions for the upcoming #SyedMushtaqAli trophy.#CAB pic.twitter.com/HESPn6zBz5
— CABCricket (@CabCricket) December 20, 2020
সিএবি যে টি-টোয়েন্টি প্রতিযোগিতার আয়োজন করেছিল, সেটাও মুস্তাক আলি ট্রফির জন্য দলের প্রস্তুতিতে কাজে দেবে বলে মনে করছেন রণদেব। বলেন, ‘‘কিছুদিন আগে যে টি-টোয়েন্টি টুর্নমেন্টটা হয়েছিল, সেটা খুব কাজে দেবে। এর জন্য আমাদের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফর্ম্যাটের মধ্যে থেকে মুস্তাক আলি ট্রফিতে নামার সুযোগ পাবে।’’
Moments from #Bengal squad's practice at JU campus ground today.#CAB pic.twitter.com/MekmBgp6hZ
— CABCricket (@CabCricket) December 19, 2020
তবে প্রতিযোগিতা যে কঠিন হবে, সেটা তাঁর কথাতেই পরিষ্কার। বলেন, ‘‘এবার নতুন ফর্ম্যাটে খেলা হবে। সেটা এমনই যে, আমাদের হারলে চলবে না। প্রতিটা ম্যাচ জিততে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy