Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sachin Tendulkar

চাইলে পেশাদার ক্রিকেট খেলতে পারে, সুশান্তের ব্যাটিং দেখে বলেছিলেন সচিন

 ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’-র জন্য এতটাই পরিশ্রম করছিলেন সুশান্ত যে, তাঁর ব্যাটিং দেখে স্বয়ং সচিন তেন্ডুলকরও বিস্মিত হয়ে গিয়েছিলেন।

মোরের কাছে ট্রেনিং নিয়ে পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে গিয়েছিলেন সুশান্ত। — ফাইল চিত্র।

মোরের কাছে ট্রেনিং নিয়ে পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে গিয়েছিলেন সুশান্ত। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা 
মুম্বই শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ১৩:১৮
Share: Save:

বাস্তবের মহেন্দ্র সিংহ ধোনিকে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। ধোনির ব্যাটিং, হেলিকপ্টার শট, কিপিং রপ্ত করার জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছিল পর্দার ‘ধোনি’কে।

‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’-র জন্য এতটাই পরিশ্রম করছিলেন সুশান্ত যে, তাঁর ব্যাটিং দেখে স্বয়ং সচিন তেন্ডুলকরও বিস্মিত হয়ে গিয়েছিলেন। ‘মাস্টার ব্লাস্টার’-এর মনে হয়েছিল, পেশাদার ক্রিকেটে নামলেও ভালই করতেন বলিউডের এই অভিনেতা।

ধোনির বায়োপিকের জন্য ভারতের প্রাক্তন উইকেট কিপার কিরণ মোরের কাছে অনুশীলন করতেন সুশান্ত। প্রায় আট মাস ট্রেনিং করেছিলেন তিনি। আর এই আট মাসে ধোনি স্পেশাল হেলিকপ্টার শট, স্কোয়ার কাট এতটাই ভাল রপ্ত করে ফেলেছিলেন যে, তাঁকে দেখে মনে হত তিনি অভিনেতা নন। পুরোদস্তুর এক ক্রিকেটার।

আরও পড়ুন: ‘কোহালি বিরল প্রতিভা, নাম থাকতে পারে ব্র্যাডম্যানের পরেই’

মোরে বলেন, ‘‘আমার এখনও মনে আছে, সুশান্তের ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিল সচিন। আমার কাছে বেশ কয়েক দিন অনুশীলনের পরে বান্দ্রার বিকেসি মাঠে হেলিকপ্টার শট প্র্যাকটিস করছিল সুশান্ত। সচিন গ্যালারিতে বসে কিছু ক্ষণ খেলা দেখে। পরে আমার সঙ্গে যখন দেখা হয়, তখন সচিন জিজ্ঞাসা করে, এই ছেলেটা কে? খুব ভাল ব্যাট করছিল।”

মোরে ‘মাস্টার ব্লাস্টার’-কে জানান, ধোনির বায়োপিকের জন্য অভিনয় করছেন সুশান্ত। সচিন সব শুনে বলেন, ‘‘ও চাইলে পেশাদার ক্রিকেটও খেলতে পারবে। দেখে বেশ ভালই মনে হচ্ছে।’’

সচিন প্রশংসা করেছিলেন তাঁর ব্যাটিংয়ের। আর গোটা দেশ প্রশংসা করেছিল তাঁর অভিনয়ের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE