ভেঙে গেল সৌরভের রেকর্ড, সৌজন্যে কনওয়ে।
২৫ বছর আগে সেও এক জুন মাস। লর্ডসের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমে শতরান করেছিলেন এক বাঙালি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ১৩১ রানের রেকর্ড বুধবার ভেঙে দিলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। কিউই অভিষেককারী লর্ডসের মাঠে খেলতে নেমে অপরাজিত ১৩৬ রানে।
ওপেন করতে নেমে কনওয়ে প্রথম দিন পুরোটাই উইকেটে ছিলেন। তাঁর ২৪০ বলের ইনিংসে রয়েছে ১৬টি চার। ১৯৯৬ সালে টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সৌরভ নেমেছিলেন তিন নম্বরে। তাঁর ৩০১ বলের ইনিংসে ছিল ২০টি চার।
বুধবার থেকে শুরু হওয়া ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। টম লাথামের সঙ্গে ওপেন করতে নামেন বাঁহাতি কনওয়ে। অলি রবিনসনের বলে ব্যক্তিগত ২৩ রানের মাথায় ফিরে যান লাথাম। বেশি রান করতে পারেননি কিউই অধিনায়কও। মাত্র ১৩ রান করেই সাজঘরের পথ ধরেন উইলিয়ামসন। অভিজ্ঞ জেমস অ্যান্ডরসনের বলে বোল্ড হন তিনি। রস টেলর করেন ১৪ রান। ১১৪ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।
সেখান থেকেই দলের হাল ধরেন কনওয়ে এবং হেনরি নিকলস। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান নিউজিল্যান্ডের খাতায়। নিকলস অপরাজিত ৪৬ রানে। ইংল্যান্ড দলে অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড একসঙ্গে খেলতে নেমেছেন। প্রথম জন উইকেট পেলেও দ্বিতীয় জন এখনও সফল হননি। দিনের শেষে রবিনসনের ঝুলিতে ২ উইকেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy