কটকে জাডেজা। ছবি— পিটিআই।
সিরিজের শেষ ম্যাচে রবীন্দ্র জাডেজার ব্যাটিং দাপটে মুগ্ধ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঁ হাতি অলরাউন্ডার ৩১ বলে ৩৯ রানের ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৮ বল বাকি থাকতে ভারতের জয় দেখার পরে টুইট করে সৌরভ বলেন, ‘আরও একটা জয়। অভিনন্দন। চাপের ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স। ব্যাটিংয়ে জাডেজার উন্নতি খুবই গুরুত্বপূর্ণ।’
Another win @bcci ...congratulations..good performances with the bat in a pressure game..jadeja s improvement with the bat so important ...
— Sourav Ganguly (@SGanguly99) December 22, 2019
জাডেজা ও শার্দুল ঠাকুরের ম্যাচ জেতানো ইনিংসের আগে ভারত অধিনায়ক বিরাট কোহালি ৮১ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। ভারতের জয়ের পরে সচিন তেন্ডুলকর টুইট করেন, ‘ওয়ানডে সিরিজ জেতার জন্য ভারতকে অভিনন্দন। প্রশংসনীয় পারফরম্যান্স করেছে গোটা দল। চালিয়ে যাও।’
ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংহ আবার রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহালি, রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুরের ব্যাট হাতে পারফরম্যান্সকে ‘টপ ক্লাস’ বলেছেন।
জাডেজা ও শার্দুল ঠাকুরের প্রশংসা করে ভিভিএস লক্ষ্ণণ বলেন, ‘স্নায়ু শান্ত রেখে ভারতকে জিতিয়েছে শার্দুল ঠাকুর ও জাডেজা। সিরিজে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট বেগ দিয়েছে ভারতকে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy