সৌরভ গঙ্গোপাধ্যায় ও হরভজন সিংহ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাবী প্রেসিডেন্ট হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জাতীয় ক্রিকেটাররাই শুধু নন, সীমান্তের ওপার থেকেও এসেছে শুভেচ্ছাবার্তা।
একদা সৌরভের নেতৃত্বে যাঁরা টিম ইন্ডিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন, তাঁরাও প্রাক্তন অধিনায়ককে জানাচ্ছেন অভিনন্দন। ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কাইফরা টুইট করেছেন। বুধবার টুইটে অভিনন্দন জানালেন হরভজন সিংহ।
ভাজ্জি লিখেছেন, “তুমি এমন লিডার যে কি না অন্যদের লিডার হয়ে ওঠার ক্ষমতা দেয়। বিসিসিআই প্রেসিডেন্ট পদের জন্য অভিনন্দন। এগিয়ে চলার জন্য শুভেচ্ছা রইল।” উত্তর দিয়েছেন সৌরভও। লিখেছেন, “ধন্যবাদ ভাজ্জু। বোলার হিসেবে একপ্রান্ত থেকে যেমন দেশকে জয় এনে দিতে, সেই দিনগুলোর মতোই তোমার সাহায্য চাই।”
আরও পড়ুন: ১৭ বছরে ডাবল সেঞ্চুরি! লিস্ট এ ক্রিকেটে বিশ্বরেকর্ড যশস্বীর
আরও পড়ুন: অধিনায়ক কোহালির ব্যাট থেকে এসেছে দলের ১৮.৬৭% রান! আর অধিনায়ক ধোনির ব্যাট থেকে...
২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সৌরভের নেতৃত্বে নাটকীয় ভাবে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেই জয়ের নেপথ্যে বড় অবদান ছিল হরভজনের। সেই পারফরম্যান্সের জোরেই জাতীয় দলে নিজের জায়গা পাকা করেন ভাজ্জি। ২০০৩ সালে বিশ্বকাপে তিনিই ছিলেন ভারতের একনম্বর স্পিনার। যদিও সেই দলে ছিলেন অনিল কুম্বলে। সৌরভের নেতৃত্বে সেই বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ভারত।
Thank u bhajju ...need your support in the same manner as u bowled from one end for india to win matches ..
— Sourav Ganguly (@SGanguly99) October 16, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy