অপরাজিত ৮০ রান স্মৃতির। ছবি টুইটার
ভারতীয় মহিলা দলের দিনরাতের টেস্টের প্রথম দিনে খলনায়ক বৃষ্টি। দিনের ৫৬ ওভার ভেস্তে গেল বৃষ্টির কারণে। তবে প্রথম দিনের শেষে ভাল জায়গায় রয়েছে ভারত। ৪৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে তারা। অপরাজিত ৮০ রান করেছেন ওপেনার স্মৃতি মন্ধানা। ১৬ রানে ক্রিজে রয়েছেন পুনম রাউত।
১৫ বছর পর টেস্ট খেলতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত। মিতালি রাজদের ক্রিকেটীয় ইতিহাসে এটাই প্রথম দিনরাতের টেস্ট। ভারতীয় দলে অভিষেক হয় যস্তিকা ভাটিয়া এবং মেঘনা সিংহের। অস্ট্রেলিয়ার চার জন ক্রিকেটারের অভিষেক হয় টেস্টে।
5⃣0⃣ for @mandhana_smriti! 👏 👏
— BCCI Women (@BCCIWomen) September 30, 2021
The #TeamIndia left-hander is on a roll with the bat as she completes a quickfire half-century. 👍 👍 #AUSvIND
Follow the match 👉 https://t.co/seh1NVa8gu pic.twitter.com/H79O2hG2kp
শুরুটা ভালই করেছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি এবং শেফালি বর্মা। প্রথম উইকেটে ওঠে ৯৩ রান। ২৫ রান করে আউট হন শেফালি। তবে তাঁর আগে তিন বার জীবন পান তিনি। লাঞ্চের পরেই প্রবল বৃষ্টি নামে। ভারতের রান তখন ১১৪-১। দু’ঘণ্টা পরে ফের খেলা শুরু হয়। কিন্তু সেটাও বেশিক্ষণ এগোয়নি। ফের বৃষ্টি নামে। স্থানীয় সময় সাড়ে ন’টায় সে দিনের মতো খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
Another halt in play as it rains 🌧️ yet again in Carrara.#TeamIndia #AUSvIND
— BCCI Women (@BCCIWomen) September 30, 2021
Scorecard 👉 https://t.co/seh1NVa8gu pic.twitter.com/qnHVjugXgT
শুক্রবার দুটো থেকে খেলা শুরু হবে। ৯০ ওভারের পরিবর্তে ১০০ ওভার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার পূর্বাভাসও আশাব্যঞ্জক নয়। গোটা দিন ধরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy