জসকরন মলহোত্র টুইটার
আন্তর্জাতিক ম্যাচে ছয় বলে ছ’টি ছক্কা মেরে হার্শেল গিবস, যুবরাজ সিংহ, কায়রন পোলার্ডদের ছুঁয়ে ফেললেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটার জসকরন মলহোত্র। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে এই কীর্তি গড়েন জসকরন।
১২৪ বলে ১৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৬টি ছক্কা ও ৪টি চার মারেন তিনি। ইনিংসের শেষ ওভারে গাউতি টোকার ওভারে ৬টি ছয় মারেন জসকরন।
তবে এখানেই শেষ নয়, আমেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন তিনি।
অল্পের জন্য অইন মর্গ্যানের রেকর্ড ভাঙতে পারলেন না তিনি। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে মর্গ্যানের। ১৭টি ছক্কা মেরেছিলেন তিনি। জসকরন মারলেন ১৬টি ছয়। ক্রিস গেল, রোহিত শর্মা, এবি ডে'ভিলিয়ার্সেরও এক ইনিংসে ১৬টি ছয় মারার নজির রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে ছয় বলে ছ’টি ছক্কা মারলেন জসকরন। এর আগে গিবস একদিনের ক্রিকেটে ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন। টি২০ ক্রিকেটে এই রেকর্ড রয়েছে যুবরাজ ও পোলার্ডের দখলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy