Advertisement
২৭ জানুয়ারি ২০২৫

গম্ভীরের কীর্তি ম্লান করে দুরন্ত ডাবল সেঞ্চুরি শুভমনের

দুরন্ত ডাবল সেঞ্চুরিতে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার শুভমন ভেঙে দিলেন গৌতম গম্ভীরের রেকর্ড। গম্ভীর বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০২ সালে যখন ২১৮ রান করেছিলেন, তাঁর বয়স ছিল ২০ বছর। 

 ছন্দে: ২৪৮ বলে ২০৪ রান করে অপরাজিত শুভমন। ফাইল চিত্র

ছন্দে: ২৪৮ বলে ২০৪ রান করে অপরাজিত শুভমন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০৪:০১
Share: Save:

কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে নজির গড়লেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টে ১৯ বছর বয়সি শুভমন ২৪৮ বলে অপরাজিত ২০৪ করার পাশাপাশি হনুমা বিহারীর (অপরাজিত ১১৮) সঙ্গে জুটিতে পঞ্চম উইকেটে ৩১৫ রান যোগ করেন। যার সাহায্যে ভারত ‘এ’ দ্বিতীয় ইনিংসে ৩৬৫-৪ তোলার পরে ডিক্লেয়ার করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’কে জেতার জন্য তুলতে হবে ৮৯ রান।

দুরন্ত ডাবল সেঞ্চুরিতে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার শুভমন ভেঙে দিলেন গৌতম গম্ভীরের রেকর্ড। গম্ভীর বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০২ সালে যখন ২১৮ রান করেছিলেন, তাঁর বয়স ছিল ২০ বছর।

ভারত ‘এ’ তৃতীয় দিন তাদের ইনিংস ২৩-৩ থেকে শুরু করেছিল। গিল দু’রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় দিনের শেষে। সেখান থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে সেঞ্চুরিতে পৌঁছে যান শুভমন। দ্বিতীয় দিনের শেষে পাঁচ রানে অপরাজিত থাকা শাহবাজ নাদিম ১৩ রানে ফিরে গেলে শুভমনের সঙ্গে যোগ দেন হনুমা। তাঁদের জুটিতে ম্যাচে ফিরে আসে ভারত ‘এ’। চতুর্থ দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দ্বিতীয় ইনিংসে তুলেছে ২৮৪-৫।

প্রথম ইনিসে প্রথম বলে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে অনবদ্য ভাবে ঘুরে দাঁড়ান শুভমন। তাঁর অপরাজিত ২০৪ রান সাজানো ১৯টি বাউন্ডারি এবং দুটি ছক্কা দিয়ে। স্ট্রাইক রেট ৮২.২৫। হনুমা সেঞ্চুরি করার পথে মারেন ১০টি বাউন্ডারি ও একটি ছক্কা। তিনি প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করে দলকে বাঁচিয়েছিলেন। তাঁর সঙ্গে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাংলার ঋদ্ধিমান সাহারও। ৬৬ বলে ৬২ রান করেছিলেন ঋদ্ধি। তাঁদের ব্যাটিংয়ের জোরে ভারত ‘এ’ প্রথম ইনিংসে ২০১ রান তুলেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ প্রথম ইনিংসে তুলেছিল ১৯৪।

ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের তারকা হিসেবে ধরা হয় শুভমন গিলকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দলে জায়গা না পাওয়ার পরে নাইট রাইডার্সের ক্রিকেটার এই ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন। ভারত এ ইতিমধ্যেই চলতি সিরিজ জিতে নিয়েছে প্রথম দুই ম্যাচ জিতে। এ বার তৃতীয় ম্যাচও জিতে ৩-০ করার পথে শুভমন অধিনায়কের সঙ্গে জুটিতে দলকে অনেকটাই এগিয়ে দিলেন।

অন্য বিষয়গুলি:

Cricket India A West Indies A Shubman Gill Gautam Gambhir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy