টিকা নিচ্ছেন মনু। ছবি টুইটার
আসন্ন টোকিয়ো অলিম্পিক্সে তিনি ভারতের পদক জয়ের অন্যতম সম্ভাবনা। প্রতিযোগিতার তিন মাস আগে নিজেকে নিরাপদে প্রস্তুত করার লক্ষ্যে কোভিড প্রতিষেধক নিলেন শুটার মনু ভাকের। বুধবার হরিয়ানার ঝাঝরের একটি সরকারি হাসপাতালে টিকা নেন তিনি।
নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন ১৯ বছর বয়সী মনু। শুধু তিনি নন, তাঁর বাবা-মাও একই জায়গা থেকে করোনা-টিকা নিয়েছেন। জানা গিয়েছে, প্রত্যেককেই কোভিশিল্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অলিম্পিক্সগামী প্রত্যেককেই টিকা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এ ক্ষেত্রে বয়স কোনও বাধা নেই। ভারতের হয়ে বিশ্বকাপ, যুব অলিম্পিক্স এবং কমনওয়েলথ গেমসে সোনা জেতা মনু টিকা নেওয়ার পরেই প্রত্যেক ভারতীয়কে সচেনতার বার্তা দিয়েছেন।
@realmanubhaker @BhakerRamkishan great work champion 👏👏👏👏 pic.twitter.com/qVlUmwGRwp
— Legitimate Leo (@DrMamtaVerma5) April 27, 2021
Covishield first shot🙌 pic.twitter.com/5ORvwQCBwQ
— Manu Bhaker (@realmanubhaker) April 27, 2021
এক ভিডিয়োতে তিনি বলেছেন, “প্রত্যেকে দয়া করে কোভিডের নিয়ম মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, হাত ধোন এবং স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy