আগ্রাসী: রবিবার ভারতীয় বোলিংকে শাসন করে নায়ক হেটমায়ার। এপি
দুরন্ত সেঞ্চুরি করে রবিবার ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে জেতানোর পরে আলোচনার কেন্দ্রে একটাই নাম। শিমরন হেটমায়ার। তাঁর ব্যাট থেকে পাওয়া গিয়েছে ১০৬ বলে ১৩৯ রান। যে ইনিংসে আছে এগারোটা চার, সাতটি ছয়।
আপনার এই রকম পাওয়ার হিটিংয়ের পিছনে রহস্যটা কী? ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নিতে এসে এই প্রশ্নের মুখে পড়তে হয় হেটমায়ারকে। ক্যারিবিয়ান ব্যাটসম্যানের জবাব, ‘‘সত্যি কথা বলতে কী, আমি যতটা সম্ভব জোরে বল মারার চেষ্টা করি। আমার লক্ষ্য একটাই। বলটাকে বাউন্ডারি লাইনের ওপারে পাঠানো।’’
হেটমায়ারের বিধ্বংসী ইনিংসে মুগ্ধ অনেক প্রাক্তন ক্রিকেটারই। ভিভিএস লক্ষ্মণ যেমন টুইট করেছেন, ‘‘দারুণ পরিণত বোধের পরিচয় দিল হেটমায়ার। ম্যাচটা ঘুরিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের দিকে। হোপও খুব ভাল খেলেছে। এই জয়টা ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্য ছিল।’’ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার ইয়ান বিশপের টুইট, ‘‘খুব নিয়ন্ত্রিত একটা ইনিংস খেলল হেটমায়ার। ঠান্ডা মাথায় নিজের ইনিংসকে টেনে নিয়ে গেল ও।’’
এই ইনিংস যে তাঁর কাছে কতটা মূল্যবান, তা বোঝা যায় হেটমায়ারের কথা শুনে। ম্যাচের সেরা ক্রিকেটার বলেন, ‘‘এই সেঞ্চুরির মূল্য আমার কাছে অনেক। শেষ সেঞ্চুরিটা পেয়েছিলাম এই বছরের শুরুতে। পরের বছরে আমার লক্ষ্য হবে ধারাবাহিক ভাবে ভাল খেলা।’’ এই নিয়ে পাঁচটি ওয়ান ডে সেঞ্চুরি হয়ে গেল হেটমায়ারের। ভারতের বিরুদ্ধে দু’নম্বর সেঞ্চুরি।
হেটমায়ার আরও বলেন, ‘‘আমি পরিকল্পনা অনুযায়ী ব্যাট করে গিয়েছি।’’ আপনার মাথায় কি আসন্ন আইপিএলের নিলামের ব্যাপারটা ছিল ব্যাট করার সময়? হেটমায়ারের জবাব, ‘‘আমি আইপিএল নিলাম নিয়ে কিছু ভাবছিলাম না।’’ চেন্নাইয়ে এর আগে খেলার অভিজ্ঞতা থেকে হেটমায়ার বলছেন, ‘‘এর আগে যখন খেলেছিলাম, সেঞ্চুরি করেছিলাম। কিন্তু দল জিততে পারেনি। এ বার জিতল। ম্যাচের পরে এ রকম জয়ের হাসি হাসতে পারলে সত্যিই ভাল লাগে।’’
তাঁর দলের সেরা ক্রিকেটারকে নিয়ে অধিনায়ক কায়রন পোলার্ড বলেছেন, ‘‘হেটমায়ারের খুব সমালোচনা হচ্ছিল ইদানীং। আসল ব্যাপারটা হল নিজের ভূমিকাটা বুঝতে পারা আর দায়িত্ব পালন করা। টিম ম্যানেজমেন্টের সম্পূর্ণ আস্থা আছে হেটমায়ারের উপরে।’’
শেই হোপের সঙ্গে ২১৮ রান যোগ করেছেন হেটমায়ার। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা দু’জনে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আমি ওর খেলাটা জানি, ও আমার খেলাটা। দু’জনে যখন একসঙ্গে ব্যাট করি, তখন আমি আগ্রাসী ব্যাটসম্যানের ভূমিকাটা নিই। হোপ উল্টো দিকে উইকেটটা ধরে রাখে। এ রকম এক জন ব্যাটসম্যানের সঙ্গে খেলার সুবিধে অনেক।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy