Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Shilton Paul

রাজনীতির ময়দানে আসতে চান শিল্টন

রাজনীতির ময়দানে আসার ইচ্ছের কথা আনন্দবাজার ডিজিটালকে জানালেন গোলরক্ষক শিল্টন পাল

ছবি ফেসবুক

জাগৃক দে
শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১১:১৩
Share: Save:

এখনই নয়, ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছে রয়েছে গোলরক্ষক শিল্টন পালের। আনন্দবাজার ডিজিটালকে একথা জানালেন তিনি নিজেই। তিনি বলেন, ‘‘আগে এই দলবদলের খেলা শেষ হোক। তারপর আমি আমার আদর্শ নিয়ে রাজনীতির ময়দানেও নামতে চাই। আমি বিশ্বাস করি কোনও আদর্শের প্রতি যদি মানুষের সত্যিই বিশ্বাস থাকে, তবে সে দল বদল করে না। মত পার্থক্য তৈরি হলেও না। এই সুবিধার রাজনীতি বন্ধ হওয়া উচিত। আমি আগে কখনও এটা সবার সামনে আনিনি। তাই এই সামাজিক অবক্ষয়ের শেষ হওয়া উচিত বলে আমি মনে করি। তবে এই আবহাওয়ায় কোনও দলে যোগ দিতে চাই না।’’

রাজনীতির ময়দানে না থাকলেও সব সময়ই মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে এই গোলরক্ষককে। আমপান হোক বা লকডাউন, সবসময় দুর্গতদের পাশে থেকেছেন বাগানের বাজপাখি। ‘‘ব্যক্তিগত ভাবে আমি অনেক মানুষের পাশে দাঁড়াই। আমপানের সময়ও সুন্দরবন অঞ্চলে বহু মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার খুব আনন্দ হয়েছিল। এখানে কোনও স্বার্থ ছিল না। রাজনীতিতে এলেও এই ভাবেই কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই।’’

১৪ বছর মোহনবাগানে খেলেছেন। অনেক লোভনীয় প্রস্তাব এসেছে। সরাসরি ‘না’ বলেছেন। এখন খেলছেন চার্চিল ব্রাদার্সে। মোহনবাগানের ঘরের ছেলে হয়েই শেষ বার আই লিগ চ্যাম্পিয়নও হয়েছেন। শিল্টনের কাছে আদর্শ তাই অনেক বড়।

তবে কোন দলে যোগ দিতে চান, তা খোলসা করলেন না একবারও। এবারের নির্বাচনে কোনও দলের প্রস্তাব আছে কিনা তা জিজ্ঞাসা করা হলেও বরাবরের মতোই এড়িয়ে গেলেন।

অন্য বিষয়গুলি:

Shilton Paul Mohun Bagan A.C. Churchil Brothers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy