ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ধওয়ন। —ফাইল চিত্র।
দেশের জার্সিতে মাঠে ফিরতে আরও সময় লাগবে শিখর ধওয়নের। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও মাঠের বাইরে বসে থাকতে হবে দেশের এই বাঁ হাতি ওপেনারকে।
তাঁর পরিবর্তে নতুন মুখ দেখা যেতে পারে ভারতের ওয়ানডে দলে। ধওয়নের বিকল্প হিসেবে শুভমান গিল, ময়ঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ-য়ের নাম শোনা যাচ্ছে।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওয়ানডে-র জন্য ভাবা হয়েছিল ধওয়নকে। কিন্তু, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময়ে হাঁটুতে চোট পান ধবন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেডিক্যাল টিম ধওয়নের চোট পরীক্ষা করে জানিয়েছে, পুরোদস্তুর ফিট হতে আরও খানিকটা সময় লাগবে তাঁর।
আরও পড়ুন: ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘনে ৪ বছরের জন্য নির্বাসিত রাশিয়া, নেই টোকিয়ো যজ্ঞে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন ধওয়ন। এ বার ওয়ানডে থেকেও সরে যেতে চলেছেন।
তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এখন ১-১। মুম্বইয়ের তৃতীয় টি টোয়েন্টি সিরিজ নির্ণায়ক হতে চলেছে। টি টোয়েন্টি সিরিজ শেষ হলেই শুরু হবে ওয়ানডে সিরিজ। তার প্রথম বল গড়াবে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে।
ধওয়নের জায়গায় নির্বাচকদের কাকে পছন্দ তা জানা যাবে দিনকয়েকর মধ্যেই। টি টোয়েন্টিতে ধওয়নের জায়গায় সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছে। ওয়ানডের জন্য হয়তো সঞ্জুকে বাদ দিয়ে নতুন ওপেনারের নাম ঘোষণা করবেন নির্বাচকরা। সে ক্ষেত্রে শুভমান গিল, ময়ঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ-দের মধ্যে একজনের ভাগ্য খুলে যেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy