ক্রিকেট থেকে বিদায় নিলেন ওয়াটসন। ছবি: সোশ্যাল মিডিয়া
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয় অলরাউন্ডার শেন ওয়াটসন। চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেললেন তাঁর শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। টুইট করে জানিয়ে দিলেন তাঁর অবসরের কথা।
ওয়াটসন বলেন, ‘‘কঠিন হবে অবসর জীবন। স্বপ্নের মতো ছিল আমার এই সফর। চেষ্টা করব যাতে আগামিদিনগুলোও দারুণ ভাবে কাটাতে পারি।’’
This closing chapter is going to be so hard to top, but I am going to try.
— Shane Watson (@ShaneRWatson33) November 3, 2020
I truly am forever grateful to have lived this amazing dream.
Now onto the next exciting one...#thankyou https://t.co/Og8aiBcWpE
২০০২ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম মাঠে নামেন ওয়াটসন। ১৮ বছরের কেরিয়ারে রয়েছে দু’টি বিশ্বকাপ (২০০৭ এবং ২০১৫)। ৫৯টি টেস্ট ম্যাচে তাঁর সংগ্রহ ৩৭৩১ রান। রয়েছে চারটি শতরান। ১৯০টি একদিনের ম্যাচ খেলেছেন অজি অলরাউন্ডার। নব্বইয়ের উপরে স্ট্রাইক রেট রেখে করেছেন ৫৭৫৭ রান। শতরান ৯টি। সর্বোচ্চ অপরাজিত ১৮৫, গড় ৪০.৫৪। টি২০ ক্রিকেটে তিনি ছিলেন অন্যতম সেরাদের একজন। ৫৮টি ম্যাচে একটি শতরান-সহ রান ১৪৬২, নিয়েছেন ৪৮টি উইকেট।
🧢 59 Tests, 190 ODIs, 58 T20Is
— ICC (@ICC) November 3, 2020
💥 10,950 international runs
🏅 Player of the Tournament at 2012 T20WC
🏆 2007 and 2015 ICC Men's CWC champion
🇦🇺 Australian legend Shane Watson has announced his retirement from all forms of cricket.
Thanks for the memories, Shane 🙌 pic.twitter.com/9gQELTn724
আইপিএলেও তিনি হয়ে উঠছিলেন চেন্নাই সুপার কিংসের অপরিহার্য সদস্য। এর আগে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও খেলেছেন তিনি। ১৪৫টি আইপিএলের ম্যাচে করেছেন ৩৮৭৪ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৭.৯১। এ বারের টুর্নামেন্টে বল না করলেও, ৯২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy