শেফালি বর্মা। ছবি টুইটার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলবে ভারতের মহিলা দল। প্রায় প্রত্যেক ক্রিকেটারের কাছেই প্রথম বার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলার অভিজ্ঞতা হতে চলেছে। তবে এই টেস্টে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শেফালি বর্মা। এমনই মত ভারতের প্রাক্তন অলরাউন্ডার হেমলতা কালার।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল শেফালির। দুই ইনিংসেই অর্ধশতরান করেছিলেন তিনি। সেটা মাথায় রেখেই হেমলতা বলেছেন, “শেফালিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং আমার মতে, লাল বলের ক্রিকেটে ওর সফল হওয়ার ক্ষমতা রয়েছে। কারণ ওর খেলার ধরনটাই টেস্টের পক্ষে উপযুক্ত। পাওয়ার-হিটিং করার ক্ষমতা ওর রয়েছে। তাই আমার মতে, ও দিন-রাতের টেস্টে সফল হতে পারে।”
তবে শুধু শেফালির উপর সব দায়িত্ব দিলে চলবে না। হেমলতার মতে, বাকিদেরও এগিয়ে আসতে হবে। তাঁর কথায়, “প্রত্যেক ব্যাটসম্যানকেই এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। কারণ প্রত্যেকের আলাদা ব্যাটিংয়ের কৌশল রয়েছে। শেফালির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বাকিদের কাছেও নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy