প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার থেকে
আইএসএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ঘোষণা করে দিল তারা। শুক্রবার গোয়ার ডন বস্কোর মাঠে ভাস্কো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবেন অরিন্দম-ড্যানিয়েল চিমারা। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগাওকরের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। সকাল আটটা থেকে দুট ম্যাচ খেলবে তারা।
বেশ কিছু দিন অনুশীলন করার পর প্রস্তুতি ম্যাচ খেলে নিজের ফুটবল দর্শনের সঙ্গে লাল-হলুদ ফুটবলারদের ধাতস্থ করাতে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াস। এসসি ইস্টবেঙ্গলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়াস বলেন, ‘‘বেশ কিছু দিন অনুশীলন করার পরে দলটা প্রস্তুতি ম্যাচ খেলার মত জায়গায় এসেছে। ফুটবলারদের ম্যাচের অভিজ্ঞতা দিতে এবং আমাদের ফুটবল দর্শনের সঙ্গে তাদের ধাতস্থ করাতে প্রস্তুতি ম্যাচ খেলা খুব জরুরী। সেই জন্যই দুটি ম্যাচ খেলছি। এতে দলের রণনীতি, চিন্তা-ভাবনা বুঝতেও সুবিধা হবে ফুটবলারদের।’’
এই দুটি ম্যাচ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে বলে মনে করেন দিয়াসের সহকারী অ্যাঞ্জেল গার্সিয়া। তিনি বলেন, ‘‘এই প্রস্তুতি ম্যাচের ফলে দল কতটা তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারব। যে ভাবে ফুটবল আমরা খেলতে চাই সেই ভাবে ফুটবলাররা খেলতে পারছে কিনা সেটার একটা ধারণা পাব। পাশাপাশি ফুটবলারদের আত্মবিশ্বাসও বাড়বে।’’
As part of their pre-season preparations, SC East Bengal will take on Vasco SC and former I-League champions Salgaocar FC in two back-to-back friendlies at the Don Bosco Ground on Friday and Saturday respectively.
— SC East Bengal (@sc_eastbengal) October 14, 2021
Read: https://t.co/brWT7JmVsN#SCEBPreSeason #JoyEastBengal 🔴🟡 pic.twitter.com/VE92lzowU4
⚽🥅🤩🙌#SCEBPreSeason #JoyEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/DrPHb8sQzF
— SC East Bengal (@sc_eastbengal) October 14, 2021
বৃহস্পতিবার অনুশীলনে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন এসসি ইস্টবেঙ্গল স্ট্রাইকার ড্যারেন সিডওয়েল। মোট দুটি গোল করেন তিনি। অনুশীলনের পর বাঁ পায়ের শটে করা দ্বিতীয় গোলটিকেই সেরা বেছে নিলেন চিমা। প্রথম দু’দিন অনুশীলনে খুব কষ্ট হয়েছিল বলে জানান তিনি। চিমা বলেন, ‘‘প্রথম দুটো দিন খুব কষ্ট হয়েছে। অনেক দিন পর নতুন করে অনুশীলন শুরু করলে সমস্যা হবেই। সেটাই হয়েছিল। তবে তারপর থেকে আর সমস্যা হয়নি। দারুণ লাগছে অনুশীলন করে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy