অনুশীলনে নেমে পড়লেন এসসি ইস্টবেঙ্গলের বিদেশিরাও টুইটার
সপ্তমীতে অনুশীলনে নেমে পড়ল এসসি ইস্টবেঙ্গল। গোয়ায় পৌঁছে নিভৃতবাস শেষ করে অনুশীলন শুরু করলেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিকরা। গত মরসুমের ব্যর্থতা কাটিয়ে এ বার সাফল্য পেতে মরিয়া লাল-হলুদ শিবির। অনুশীলনে নেমে পড়লেন বিদেশিরাও।
গোয়ায় থাকলেও অরিন্দমের মন পড়ে রয়েছে কলকাতায়। একশো বছর ধরে দুর্গাপুজো হয় অরিন্দমদের কলকাতার বাড়িতে। তবে এবার থাকা হছে না। পুজোতে থাকতে না পারলেও অনুশীলনের ফাঁকে অরিন্দমকে দেখা গেল বাঙালি সাজে।
এসসি ইস্টবেঙ্গলের করা একটি ভিডিয়োয় সাদা পাঞ্জাবি পরে নিজের বাড়ির দুর্গা পুজোর ইতিহাসের কথা তুলে ধরলেন তিনি। অরিন্দম বলেন, ‘‘অনেক স্মৃতি রয়েছে এই পুজো নিয়ে। এবার একশো বছর হল আমাদের পুজোর। থাকতে পারছি না বলে খারাপ লাগছে। নতুন জামা পাওয়া, সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়া, সবটা দারুণ লাগে। এবার তা হচ্ছে না।’’
𝐀𝐧𝐝 𝐡𝐞𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐠𝐨! 📸#SCEBPreSeason #JoyEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/pza7TuGr55
— SC East Bengal (@sc_eastbengal) October 12, 2021
পুজোতে সকলকে আনন্দ করার কথা বললেও কোভিড নিয়ে সচেতন করলেন অরিন্দম। তিনি বলেন, ‘‘সবাই আনন্দ করুন, কিন্তু বিধি মেনে। এমন কিছু করবেন না যাতে পরে তা নিয়ে আফসোস করতে হয়। সকলে মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। সুস্থ থাকুন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy