Advertisement
৩০ নভেম্বর ২০২৪
Salford City

এ কারণেও লাল কার্ড দেখতে পারেন কোনও ফুটবলার!

স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল-- সালফোর্ড সিটি এবং ব্রাডফোর্ড পার্ক অ্যাভিনিউ। শুরু থেকেই ঠিকমতো এগোচ্ছিল খেলা। কিন্তু বিপত্তি ঘটে ম্যাচের অন্তিম লগ্নে।

ম্যাক্স ক্রোকম্বি। ছবি: টুইটার।

ম্যাক্স ক্রোকম্বি। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ২০:৫৬
Share: Save:

কী কী কারণে এক জন ফুটবলার লাল কার্ড দেখতে পারেন?

প্রশ্নটা ৮ থেকে ৮০-র যে কোনও কাউকে করলেই একের পর এক উত্তর ভেসে আসবে। কেউ বলবেন, বক্সের মধ্যে ফাউল করলে, তো আবার কেউ বলবেন মাঠের মধ্যে মারামারি করলে। মাঠের মধ্যে লাল কার্ড যে কোনও খারাপ আচরণের জন্যই দেখতে পারে ফুটবলার।

কিন্তু, কখনও শুনেছেন মাঠে প্রস্রাব করে লাল কার্ড দেখেছে কোনও ফুটবলার?

অবাক লাগলেও এমনটাই ঘটেছে ইংল্যান্ডের সালফোর্ড সিটির গোলরক্ষক ম্যাক্স ক্রোকম্বির সঙ্গে।

আরও পড়ুন: আদালতের নির্দেশে বহিষ্কৃত এআইএফএফ সভাপতি প্রফুল্ল পটেল

আরও পড়ুন: ফিরোজ শাহ কোটলায় অনন্য সম্মান সহবাগকে

স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল-- সালফোর্ড সিটি এবং ব্রাডফোর্ড পার্ক অ্যাভিনিউ। শুরু থেকেই ঠিকমতো এগোচ্ছিল খেলা। কিন্তু বিপত্তি ঘটে ম্যাচের অন্তিম লগ্নে। ৮৭ মিনিটে হঠাৎই দেখা যায় গ্যালারিভর্তি দর্শককে অবাক করে গোল পেস্টের ধারে প্রস্রাব করছেন সালফোর্ডের শেষ প্রহরী ক্রোকম্বি। বিষয়টি অনেকের চোখ এড়িয়ে গেলেও, চোখ এড়ায়নি রেফারি। সঙ্গে সঙ্গে ছুটে এসে লাল কার্ড দেখান ওই গোলরক্ষককে।

ম্যাক্স ক্রোকম্বির লাল কার্ড দেখার কথা টুইটারে প্রথম জানায় ব্রাডফোর্ড পার্ক অ্যাভিনিউ।' ()

ম্যাক্স ক্রোকম্বির লাল কার্ড দেখার কথা টুইটারে প্রথম জানায় ব্রাডফোর্ড পার্ক অ্যাভিনিউ।

অন্য বিষয়গুলি:

Salford City Max Crocombe Bradford Park Avenue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy