বিপদে সাইনা নেহওয়াল। ফাইল ছবি
সাইনা নেহওয়ালকে নিয়ে হঠাৎই শুরু হল বিতর্ক। উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েতে বিজেপি-র বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন সাইনা। তাতেই চটেছেন নেটাগরিকরা।
আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার প্রকাশিত হয় জেলা পঞ্চায়েতের ফলাফল। সেখানে ৭৫টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয় পায় বিজেপি।
তারপরেই সাইনা টুইটে লেখেন, ‘উত্তর প্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের জন্য যোগি আদিত্যনাথকে হার্দিক শুভেচ্ছা’। প্রসঙ্গত, গত বছর জানুয়ারিতে বিজেপি-তে যোগ দিয়েছিলেন সাইনা।
Hearty congratulations for thumping victory in Zila Panchayat Chairperson election in UP @myogiadityanath sir 🙏🙏 #ZilaPanchayatElectionUP2021
— Saina Nehwal (@NSaina) July 3, 2021
তাঁকে ‘সরকারি শাটলার’ বলে কটাক্ষ করেছেন রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরি। বিজেপি-বিরোধী আরও কিছু রাজনীতিবিদেরও কটাক্ষের শিকার হয়েছেন সাইনা।
By joining bjp u lost all the reputation as great sports woman! Being your fan i feel pity for u now!!
— D-even Logic (@devendrabrai) July 3, 2021
What are your views on the THUMPING RATES of Gas, Diesel, Petrol, Cooking Oil, etc.?
— Ayush Mangal (@ayushmangal28) July 4, 2021
Whom will you congratulate for achieving such new HIGH ???
শুধু সাইনা নন, তাঁর অনুগামীরাও এ নিয়ে ক্ষুব্ধ। কেউ লিখেছেন, ‘বিজেপি-তে গিয়ে যাবতীয় জনপ্রিয়তা আপনি হারিয়ে ফেলেছেন! সমর্থক হিসেবে আপনার প্রতি আমার দুঃখ হয়’। আর একজন লিখেছেন, ‘গ্যাস, ডিজেল, পেট্রল, রান্নার তেলের বিপুল দাম বৃদ্ধি নিয়েও কি এবার কিছু বলবেন সাইনা? কাকে কৃতিত্ব দেবেন এর জন্য’?
এক নেটাগরিক লিখেছেন, ‘কোভিডের বাড়বাড়ন্তের সময় উত্তর প্রদেশের গঙ্গা দিয়ে যখন মৃতদেহ ভেসে যেত, তখন আপনার কোনও টুইট দেখিনি কেন?’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy