ব্যাঘ্র প্রকল্পে সচিন। ছবি: টুইটার থেকে নেওয়া।
মাস্টার ব্লাস্টারের চোখের সামনে খেলা করছে চার বাঘের বাচ্চা। আর সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করলেন সচিন তেন্ডুলকর। ভিডিয়োর ভয়েসওভারে সচিন জানিয়েছেন, এদিন তাড়োবা অন্ধেরি টাইগার রিজার্ভে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই এই দৃশ্য দেখেন।
টাডোবা অন্ধেরি ব্যাঘ্র প্রকল্প মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত। এটি মহারাষ্ট্রের সব থেকে পুরনো টাইগার রিজার্ভ, ১৯৯৫ সালে এটি গড়ে ওঠে। এটি তাড়োবা ন্যাশনাল পার্ক ও আন্ধেরি ওয়াল্ডলাইফ স্যাংচুয়ারি নিয়ে গড়ে উঠেছে। মোট ৬২৫.৪ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত তাড়োবা অন্ধেরি টাইগার রিজার্ভটি।
সচিন ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, অসাধারণ এক অভিজ্ঞতা। তাঁর এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য ব্যাঘ্র প্রকল্পের সব কর্মী, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। আর এই বাঘিনী ও তার চার শাবকের এই দৃষ্টনন্দন ঘটনা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: করোনাভাইরাসে আক্রান্তদের জন্য ১০ দিনে গড়ে ওঠা হাসপাতাল চালু চিনে
ভিডিয়োটিতে সচিনের অ্যাপ ‘১০০এমবি’ মাস্টার ব্লাস্টারের লোগো বসানো। এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট হয়েছে এদিন সন্ধ্যা ৬টা ৯মিনিটে। ৪০ মিনিটেই ভিডিয়োটি প্রায় ২১ হাজার বার দেখা হয়েছে। রিটুইট হয়েছে প্রায় সাড়ে তিনশো বার, লাইক পড়েছে প্রায় চার হাজার।
আরও পড়ুন: পোষা জোঁক-কে হাত থেকে রক্ত খাওয়ানোর দৃশ্য ফের উঠে এল সোশ্যাল মিডিয়ায়
দেখুন সেই ভিডিয়ো:
It was a majestic sight to see a tigress 🐅 and her 4 cubs playing in the wild.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2020
My visit to Tadoba Andhari Tiger Reserve was an incredible experience. I would like to thank the entire staff at #Tadoba for making my trip a memorable one. pic.twitter.com/0kErB9uQHp
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy